পান্ডিয়ার অধিনায়কত্বে ক্ষুব্ধ গাভাস্কার

১৫ এপ্রিল ২০২৪

পান্ডিয়ার অধিনায়কত্বে ক্ষুব্ধ গাভাস্কার

আইপিএলে সময়টা একদমই ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকে ব্যাট ও বল হাতে একদমই নিষ্প্রভ এই অল-রাউন্ডার। যার প্রভাব পড়েছে দলের সামগ্রিক পারফরম্যান্সেও। আসরের শুরু থেকেই তার নেতৃত্বের সমালোচনা করে আসছেন ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দেশটির ক্রিকেট অনুরাগীরা। এবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে সব ক্ষোভ যেন উগরে দিয়েছেন সুনিল গাভাস্কার।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ের ইনিংসের শেষ ওভার করতে আসেন পান্ডিয়া। সে সময় বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৮০ রান। কিন্তু এক ওভারেই পুরো দৃশ্যপট যেন পাল্টে দেন মহেন্দ্র সিং ধোনি। অভিজ্ঞ এই ব্যাটারের ৪ বলে ৩ ছক্কায় ২০ রানের ইনিংসে ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২০৬ রান। শেষ পর্যন্ত মুম্বাই ম্যাচ হারে ২০ রানে।  

তবে পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে গাভাস্কার তীব্র ক্ষোভ প্রকাশ করেন আরও আগে, চেন্নাইয়ের ইনিংস শেষে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের মধ্যবর্তী অনুষ্ঠানে। পান্ডিয়ার নেতৃত্বকে ভয়াবহ আখ্যা দিয়ে বেশ বিরক্তি নিয়েই ভারতের সাবেক অধিনায়ক বলেন, “ভয়াবহ বোলিং। ভয়াবহ নেতৃত্ব। হাতে একাধিক বোলার থাকতেও নিজে বল করতে এল। ধোনি অপেক্ষা করছিল ওর পায়ের কাছে বল আসার। সেটাই করল হার্দিক। ছক্কা মারতে দিল। খুব সাধারণ মানের বোলিং এটা। ততটাই সাধারণ নেতৃত্ব।”

শ্রেয়স গোপাল মাত্র এক ওভার বল করল। কেন? ও তো বোলার। তাকে দিয়ে আমি মাত্র এক ওভার করাব? এটা নেতৃত্ব! আগের ম্যাচে যে (যশপ্রীত) বুমরা এত ভাল বল করল, তাকে নতুন বলটাই দিল না। এটাকে নেতৃত্ব বলে না।”

গাভাস্কারের সঙ্গে সুর মেলান কেভিন পিটারসনও। ইংল্যান্ডের সাবেক এই তারকা ক্রিকেটারের মতে, কোনো ধরণের পরিকল্পনা ছাড়াই মাঠে নামেন পান্ডিয়া।

একটা দলের অধিনায়ক পাঁচ বছর আগে থেকে পরিকল্পনা করছে পরবর্তী অধিনায়ক কে হবে। আর এ দিকে হার্দিকের কাছে এই ম্যাচের জন্য দ্বিতীয় কোনও পরিকল্পনা নেই। ও বুঝতেই পারছে না কী করবে।”

পুরো ম্যাচে বল হাতে ৩ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন পান্ডিয়া, যেখানে শেষ ওভারেই দেন ২৬ রান। আর ব্যাট হাতে করেন ৬ বলে মাত্র ২ রান। এই অল-রাউন্ডারের নেতৃত্বে ৬ ম্যাচে মুম্বাইয়ের জয় কেবল দুটিতে। 

মন্তব্য করুন: