সিলেটে বৃষ্টি আর হেমলতা-ঝড়ে বাংলাদেশকে হারাল ভারত

৩০ এপ্রিল ২০২৪

সিলেটে বৃষ্টি আর হেমলতা-ঝড়ে বাংলাদেশকে হারাল ভারত

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের স্কোর একশ পার করেই থেমেছিল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ওপেনার মুর্শিদ খাতুনের ব্যাটে ১১৯ রান তুলল বাংলাদেশ। ম্যাচের মাঝে বারবার হানা দিল বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ১৯ রানে ম্যাচটি জিতে নিল ভারতের মেয়েরা। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ল নিগার সুলতানার দল।

সিলেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর যথারীতি শুরু হয় ব্যাটিং বিপর্যয়। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ৪৯ বলে ৫ চারে ৪৬ রানের ইনিংস উপহার দেন মুর্শিদা। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন রিতু মনি। সোবহানা মুস্তারী ১৫ বলে ১৯ আর ওপেনার দিলারা আক্তার করেন ৬ বলে ১০ রান। ৬ ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি। ভারতের হয়ে ১৯ রানে ৩ উইকেট নেন রাধা যাদব। দুটি করে নেন শ্রেয়াঙ্কা আর দিপ্তি।

রান তাড়ায় নেমে দলীয় ১ রানেই শেফালি ভার্মাকে (০) হারায় ভারত। পেসার মারুফা আক্তারের বলে ক্যাচ নেন কিপার নিগার সুলতানা। এতে বাংলাদেশ দলে আশা জাগলেও দ্রুতই তা মিইয়ে যায়। তিনে নামা হেমলতা শুরু করেন বিধ্বংসী ব্যাটিং। তার ২৪ বলে ৫ চার ২ ছক্কায় ৪১* রানের ইনিংসে তরতর করে এগোতে থাকে ভারতের স্কোর। অপর ওপেনার স্মৃতি মান্ধানা (৫*) ছিলেন দর্শকের ভূমিকায়।

৫.২ ওভারে ভারতের রান যখন ১ উইকেটে ৪৭, তখনই ফের নেমে আসে বৃষ্টি। বাংলাদেশের ইনিংসে বৃষ্টি এলেও প্রচণ্ড রোদ ওঠায় ঘণ্টাখানেক পর খেলা শুরু হয়েছিল। কিন্তু সন্ধ্যায় ভারতের ইনিংসে নেমে আসা বৃষ্টি থামছিলই না। তাই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি আইনে ভারতকে ১৯ রানে বিজয়ী ঘোষণা করা হয়। বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন হেমলতা।

মন্তব্য করুন: