২০২৭ এশিয়া কাপ বাংলাদেশে

২৯ জুলাই ২০২৪

২০২৭ এশিয়া কাপ বাংলাদেশে

এশিয়া কাপের পরবর্তী দুই আসরের দায়িত্ব পেয়েছে যথাক্রমে ভারত ও বাংলাদেশ। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতে ২০২৫ সালের আসরটি হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। এরপর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সে বছর ৫০ ওভারের ফরম্যাটে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর বসবে বাংলাদেশে।

সোমবার এক বিবৃতিতে এশিয়া কাপের পরবর্তী দুই আসরের নাম ঘোষণা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

১৯৯০ সালের এবারই প্রথম এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে ভারত। অন্যদিকে ২০১৬ সালের পর আবারও এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। সেবারই প্রথম টি-টুয়েন্টি ফরম্যাটে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর মাঠে গড়িয়েছিল।

গত বছরের সেপ্টেম্বরে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে এশিয়া কাপের সবশেষ আসর অনুষ্ঠিত হয়। ফাইনালে লঙ্কানদের গুঁড়িয়ে শিরোপা জেতে ভারত।

আগের আসরের মতো ২০২৫ ও ২০২৭ সালের এশিয়া কাপে ছয়টি দল অংশ নেবে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান খেলবে সরাসরি। ষষ্ঠ দলটি আসবে বাছাইপর্ব খেলে।

মন্তব্য করুন: