র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ উন্নতি তানজিদের

৩ সেপ্টেম্বর ২০২৫

র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ উন্নতি তানজিদের

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভালো পারফর্ম করে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম। এই ফরম্যাটে ব্যাটারদের তালিকায় আট ধাপ এগিয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন বাঁহাতি এই ওপেনার। এছাড়াও এক ধাপ এগিয়েছেন লিটন দাস।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন তানজিদ। বাংলাদেশিদের মধ্যে টি-টুয়েন্টি ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিটন আছেন ৪৭ নম্বরে।

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে গত শনিবার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ২৪ বলে ২৯ রান করেন তানজিদ। সোমবার দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের লক্ষ্য তাড়ায় ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

অন্যদিকে প্রথম ম্যাচে ২৯ বলে ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জেতানো লিটন দ্বিতীয় ম্যাচে অপরাজিত থাকেন ১৮ বলে ১৮ রানে।

এই দুই ক্রিকেটার ছাড়া ব্যাটারদের তালিকায় বাংলাদেশের আর কারোর উন্নতি হয়নি। দুই ম্যাচেই ব্যাটিং না পাওয়া তাওহিদ হৃদয় ৬ ধাপ নেমে ৪৮ নম্বরে এবং জাকের আলী অনিক ৪ ধাপ নেমে ৬৩ নম্বরে অবস্থান করছেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজুর রহমান আগের মতো ১২ নম্বরে আছেন। দুই ম্যাচে বাঁহাতি এই পেসারের শিকার ৩ উইকেট। ১৭ নম্বরে আছেন শেখ মাহেদি হাসান।

প্রথম টি-টুয়েন্টিতে ৪টি সহ দুই ম্যাচে মোট ৬ উইকেট নিলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি তাসকিন আহমেদের। ডানহাতি এই পেসার আছেন ২৫ নম্বরে।

টি-টুয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে মধ্যে প্রথম ৩৫ জনের মধ্যে নেই বাংলাদেশের কেউ। এক ধাপ পিছিয়ে অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডির সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন মাহেদি।

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো এই ফরম্যাটের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের অভিজ্ঞ এই ক্রিকেটার দুই ম্যাচে ব্যাট হাতে যথাক্রমে ৯২ ও ৫৯* রান করেন। নেন এক উইকেট।

মন্তব্য করুন: