নিউ জিল্যান্ড নয়, সামোয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর

৫ সেপ্টেম্বর ২০২৫

নিউ জিল্যান্ড নয়, সামোয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর

নিউ জিল্যান্ডের হয়ে ১৬ বছর খেলার পর ২০২২ সালে ক্যারিয়ারের ইতি টেনেছিলেন রস টেইলর। সেই অবসর ভেঙে তিন বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এবার আর কিউইদের হয়ে নয়, মায়ের দেশ সামোয়ার হয়ে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে মাঠে নামতে যাচ্ছেন ১৮ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা এই ব্যাটার।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের ফেরার বার্তা দেন টেইলর। এদিন ৪১ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে এশিয়া-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালের জন্য দল ঘোষণা করে সামোয়া।

ফেরার বার্তা দিয়ে টেইলর লেখেন, “আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে, নীল জার্সি গায়ে আমি ক্রিকেটে সামোয়ার প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। যে খেলাটা আমি ভালোবাসি এটা শুধু তাতে ফেরাই নয়, এটা আমার ঐতিহ্য, সংস্কৃতি, গ্রাম ও পরিবারের প্রতিনিধিত্ব করতে পারার বড় সম্মানও।”

মা সামোয়ান বংশোদ্ভূত হওয়ায় দেশটির পাসপোর্ট আছে টেইলরের কাছে। অন্যদিকে আইসিসির নিয়ম অনুযায়ী, অন্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামতে হলে তিন বছরের একটি নির্দিষ্ট সময়সীমা পার করতে হয়। নিউ জিল্যান্ডের হয়ে ২০২২ সালের এপ্রিলের পর আর মাঠেও নামেননি টেইলর। ফলে সামোয়ার হয়ে মাঠে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ross Taylor (@rossltaylor3)

এক সময় নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া টেইলর দেশটির হয়ে ১১২টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে ও ১০২টি টি-টুয়েন্টি খেলেছেন। টেস্টে ৭ হাজার ৬৮৩, ওয়ানডেতে ৮ হাজার ৬০৭ এবং টি-টুয়েন্টিতে ১ হাজার ৯০৯ রান নিয়ে কিউই ক্রিকেটের একজন কিংবদন্তি হিসেবে ক্যারিয়ার শেষ করেন তিনি।

আগামী অক্টোবরে ওমানে শুরু হবে এশিয়া-পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনাল, যেখানে অংশ নেবে ৯টি দল। এখান থেকে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া মূল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে তিনটি দল। গ্রুপ পর্বে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে সামোয়া।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add