ডাফির রেকর্ড গড়ার দিনে উইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজ জিতল নিউ জিল্যান্ড
২২ ডিসেম্বর ২০২৫
নিউ জিল্যান্ডের বিশাল লক্ষ্য তাড়া করা শেষ দিন এক প্রকার অসম্ভবই ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য। ফলে জয়ের দিকে না ছুটে ম্যাচ ড্রয়ের দিকেই মনোযোগ ছিল তাদের। কিন্তু জ্যাকব ডাফির পেস তোপে তা আর হয়নি। ডানহাতি এই পেসারের রেকর্ড গড়ার দিনে ক্যারিবিয়ানদের রেকর্ড ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা।
সোমবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৪৬২ রানের লক্ষ্য তাড়ায় শেষ দিনের শেষ সেশনে ১৩৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ হারে ৩২৩ রানে। রানের হিসেবে ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানে জয়। আগের রেকর্ডটি ছিল ২৪০ রানের, ২০১৭ সালে হ্যামিল্টনে।
সিরিজ জুড়ে আগুন ঝরানো বোলিং করা ডাফি এই ইনিংসে নেন ৫ উইকেট। তিন ম্যাচের সিরিজ শেষ করেন ২৩ উইকেট নিয়ে। সিরিজ সেরাও হয়েছেন ডানহাতি এই পেসার। নিউ জিল্যান্ডের হয়ে দেশের মাটিতে এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। আগের রেকর্ডটি ছিল ট্রেন্ট বোল্টের। ২০১৩-১৪ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ২০ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।
চলতি বছর তিন ফরম্যাট মিলিয়ে ৩৬ ম্যাচে ৮১ উইকেট নিয়ে ডাফি ছাড়িয়ে গেছেন এক বছরে নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়া কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে। ১৯৮৫ সালে ২৩ ম্যাচে ৭৯ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার।
ড্রয়ের আশায় বিনা উইকেটে ৪৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজের হয়ে দিনের প্রথম ১৬ ওভার নিরাপদে কাটিয়ে দেন দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং। ৬৭ রান করা কিংকে ফিরিয়ে ৮৭ রানের এই জুটি ভেঙে ধসের শুরুটা করেন ডাফি। পরের ওভারে ক্যাম্পবেলকে (১৬) তুলে নেন আজাজ প্যাটেল।
পরের পাঁচ ব্যাটারের কেউই ৫ রানের বেশি করতে পারেননি। ৭৮ বল খেলে ৩ রান করেন শাই হোপ। টানা ব্যর্থতার মধ্যে থাকা অধিনায়ক রোস্টন চেইস করেন ২৬ বলে ৫ রান। এরপর টেভিন ইমলাক ও অ্যান্ডারসন ফিলিপের ব্যাটে খেলা গড়ায় তৃতীয় সেশনে। এরপর ৪ ওভার ৩ বলে শেষ ২ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। জেইডেন সিলসকে বোল্ড করে সিরিজে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ইনিংস শেষ করেন ডাফি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে টম ল্যাথাম ও ডেভন কনওয়ের রেকর্ড গড়া উদ্বোধনী জুটিতে ৮ উইকেটে ৫৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউ জিল্যান্ড। কাভেম হজের সেঞ্চুরির ওপর ভর করে ৪২০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও সেঞ্চুরি হাঁকানো ল্যাথাম ও কনওয়ে। তাদের নৈপুণ্যে ২ উইকেটে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা।
প্রথম ইনিংসে ২২৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০০ রান করে ম্যাচসেরা হন কনওয়ে।















মন্তব্য করুন: