শান্তর সেঞ্চুরিতে জয় দিয়ে বিপিএল শুরু রাজশাহীর

২৬ ডিসেম্বর ২০২৫

শান্তর সেঞ্চুরিতে জয় দিয়ে বিপিএল শুরু রাজশাহীর

পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছিল সিলেট টাইটান্স। লক্ষ্য তাড়ায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় দিয়ে বিপিএল শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স।

বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১৯০ রান তোলে সিলেট। জবাবে ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রাজশাহী।

শেষ ওভারে শান্তর সেঞ্চুরির পর চার মেরে ফিফটি পূর্ণ করে দলকে জেতান মুশফিকুর রহিম। বিপিএল ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিতে শান্ত অপরাজিত থাকেন ১০১ রানে। রাজশাহী অধিনায়ক তার ৬০ বলের ইনিংসটি সাজান ১০ চার ও ৫ ছক্কায়।

টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেটের উদ্বোধনী জুটি থেকে আসে ৩৬ রান। পঞ্চম ওভারের প্রথম বলে সাইম আইয়ুবকে (২৮) ফিরিয়ে এই জুটি ভাঙেন বিনুরা ফের্নান্দো। হজরতউল্লাহ জাজাই (২০) ফেরান সন্দ্বীপ লামিচানে।

আরেক ওপেনার রনি তালুকদার ও ইমনের ব্যাটে দলীয় শতক পূর্ণ হয় ১২.৪ ওভারে। এর এক বল পরেই লামিচানের বলে বোল্ড হন রনি (৪১)। এরপরই ক্রিজে এসে ঝড় তোলেন আফিফ। ২৮ বলে ফিফটি তুলে নেন ইমন। শেষ ওভারে ১৯ বলে ৩৩ রান করা আফিফ রান আউটে কাটা পড়লে চতুর্থ উইকেটে ৪১ বলে ৮৬ রানের জুটিটি থামে। ৩৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন ইমন।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি রাজশাহীর। তৃতীয় ওভারের শেষ বলে তানজিদ তামিমের (১০) বিদায়ে ভাঙে ১৯ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সাহিবজাদা ফারহানকে (২০) ফেরান মেহেদী হাসান মিরাজ।

৬২ রানে ২ উইকেট হারানোর পর মুশফিককে নিয়ে দলের হাল ধরেন শান্ত। তাদের অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটিতে অনায়াসে জয় পায় রাজশাহী। ৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। মুশফিক অপরাজিত থাকেন ৩১ বলে ৫১ রানে।  

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: