উড-আর্চারের পর এবার ছিটকে গেলেন অ্যাটকিনসন
২৯ ডিসেম্বর ২০২৫
চলতি অ্যাশেজ সিরিজে মার্ক উড ও জোফরা আর্চারের পর এবার চোটে পড়েছেন ইংল্যান্ডের আরেক পেসার গাস অ্যাটকিনসন। বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটে ডানহাতি এই বোলার খেলতে পারবেন না সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে।
স্ক্যানের পর সোমবার অ্যাটকিনসনের চোটের বিষয়টি জানায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গত শনিবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন সকালে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছেড়েছিলেন অ্যাটকিনসন। ম্যাচে আর বোলিং করেননি তিনি। তার পরে ব্যাট করার প্রয়োজন পড়েনি। অস্ট্রেলিয়ার দেওয়া ১৭৫ রানের লক্ষ্য সেদিন চা বিরতির পর ৪ উইকেট হাতে রেখে তাড়া করে ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় ইংলিশরা।
এই টেস্টে ৩ উইকেট নেন অ্যাটকিনসন। তবে দলের মতোই সিরিজটি হতাশায় কেটেছে তারও। তিন টেস্টে ৬ উইকেট নেন ৪৭ দশমিক ৩৩ গড়ে। ওভারপ্রতি রান দেন প্রায় ৪ করে।
গত বছর লর্ডসে টেস্ট অভিষেকের পর থেকে এটিই ছিল তার সবচেয়ে বাজে টেস্ট সিরিজ। আগের ছয় সিরিজের সবকটিতেই তার বোলিং গড় ছিল ২৮-এর নিচে।
এর আগে প্রথম টেস্টের পর হাঁটুর চোটে উড এবং তৃতীয় টেস্টের পর মাংসপেশির চোটে আর্চার সিরিজ থেকে ছিটকে যান।
অ্যাটকিনসনের বদলি হিসেবে দলে নতুন কাউকে আনবে না ইংল্যান্ড। শুরু থেকেই দলের সঙ্গে থাকা ম্যাথিউ পটস এখনও মাঠে নামার সুযোগ পাননি। তিনি খেলতে পারেন সিডনি টেস্টে। এছাড়া উডের বদলি হিসেবে সিরিজের মাঝপথে দলে যোগ করা পেসার ম্যাথিউ ফিশারও বিবেচনায় থাকতে পারেন।
আগামী রোববার সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়া ৩-১ ব্যধানে এগিয়ে আছে।















মন্তব্য করুন: