জোড়া গোলে ঘরের মাঠে ‘শেষটা’ রাঙালেন মেসি
৫ সেপ্টেম্বর ২০২৫

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসির শেষ ম্যাচ উপলক্ষে কানায় কানায় পূর্ণ ছিল এস্তাদিও মনুমেন্তাল। স্বাগতিক সমর্থকদের উৎসবের মাত্রাটা বাড়িয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা নিজেই। জোড়া গোল করে দলকে দুর্দান্ত জয় এনে দিয়ে দেশের মাটিতে ‘শেষ ম্যাচ’ রাঙিয়েছেন মেসি।
বুয়েনোস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ হওয়া ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। মেসির জোড়া গোলের মাঝে বদলি হিসেবে নেমে অন্য গোলটি করেন লাউতারো মার্তিনেস।
কয়েকদিন আগে মেসি নিজেই জানিয়েছিলেন, ঘরের মাঠে এটিই হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বের তার শেষ ম্যাচ। আর ঘরের মাঠে দলের সবচেয়ে বড় তারকার বিদায়টা রাঙাতে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হতে শুরু করে আর্জেন্টিনা।
একপেশে লড়াইয়ে ৭৭ শতাংশ সময় বল দখলে রাখা বিশ্ব চ্যাম্পিয়নরা গোলের জন্য শট নেয় ১৭টি, যার মধ্যে লক্ষ্যে থাকে ৯টি। অন্যদিকে পাঁচটি শট নিলেও একটিও লক্ষ্য রাখতে পারেনি ভেনেজুয়েলা।
শুরু থেকে কয়েকটি সুযোগ নষ্ট করা স্বাগতিকদের ৩৯তম মিনিটে এগিয়ে দেন মেসি। ডি-বক্সের বাইরে থেকে এক পায়ে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে ভেতরে ঢোকেন হুলিয়ান আলভারেস। প্রতিপক্ষের একজনকে ফাঁকি দিয়ে শট নেওয়ার সুযোগও তৈরি করেছিলেন। কিন্তু তা না করে তা বাড়িয়ে দেন মেসির দিকে। প্রথম ছোঁয়ায় বল নিয়ে বাঁ পায়ের চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তা জালে জড়ান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি।
দ্বিতীয় গোলের জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ৭৬তম মিনিট পর্যন্ত। এখানেও অবদান আছে মেসির। মাঝমাঠে পাওয়া ফ্রি কিক থেকে থ্রু পাসে বক্সের ভেতর পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। বলের দখল নিয়ে গোলপোস্টের সামনে কাটব্যাক করেন নিকোলাস গনসালেস। ডাইভিং হেডে বল জালে জড়ান দুই মিনিট আগে বদলি হিসেবে নামা মার্তিনেস।
এর মিনিট চারেক পর নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। থিয়াগো আলমাদার বাড়ানো বলে পেনাল্টি স্পটের কাছ থেকে বল জালে জড়ান তিনি।
আন্তর্জাতিক ফুটবলে ১৯৪ ম্যাচে ৩৮ বছর বয়সী এই মেসির গোল এখন ১১৪টি। এর মধ্যে বিশ্বকাপ বাছাইপর্বে করেছেন ৩৬টি।
শেষ দিকে এই মহাতারকা আরেকবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা গোল হয়নি।
বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে একুয়েডরের মাঠে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা।
মন্তব্য করুন: