জয় দিয়ে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ এইচপি
১১ আগস্ট ২০২৪

ব্যাট হাতে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ফিফটির পর জ্বলে উঠলেন বোলাররা। এতেই অস্ট্রেলিয়ায় শুরু হওয়া নয় দলের টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মেলবোর্ন রেনেগেডস একাডেমিকে হারিয়েছে ৭৭ রানে।
ডারউইনে বাংলাদেশ সময় রোববার সকালে ইমনের ৬৯ এবং অধিনায়ক আকবর আলী ও শামিম হোসেনের বিশোর্ধ্ব দুই ইনিংসে ১৭১ রানের সংগ্রহ পায় এইচপি। জবাবে রিপন মন্ডল ও আবু হায়দার রনির পেস তোপের সঙ্গে আলিস ইসলাম ও রকিবুল হাসানের ঘূর্ণিতে ৯৩ রানেই গুটিয়ে যায় মেলবোর্ন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরুর ইঙ্গিত দেন তানজিদ হাসান তামিম। তবে দ্বিতীয় ওভারেই ৯ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। পাওয়ারপ্লের মধ্যে সাজঘরের পথ দেখেন জিশান আলম (১০) ও আফিফ হোসেন।
এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ইমন। চতুর্থ উইকেটে আকবরের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। অধিনায়ক ২১ রান করে ফিরলেও প্রতিপক্ষের ওপর আক্রমণ চালিয়ে যান ইমন। দলীয় ১৪৩ রানে বাঁহাতি এই ব্যাটারের ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কার ইনিংসটি থামে। ভাঙে শামীমের সঙ্গে ৫১ রানের জুটি।
শেষ পর্যন্ত শামীমের ২৪ বলে অপরাজিত ২৫ রান এবং রনির ৮ বলে ১৩ রানে ৬ উইকেট হারিয়ে বড় সংগ্রহ পায় এইচপি দল।
রান তাড়ায় পাওয়ার প্লেতে ১ উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ কখনোই নিতে পারেনি মেলবোর্ন। নিয়মিত উইকেট হারিয়ে একশোর আগেই গুটিয়ে যায় দলটি৷ শেষ ৫ উইকেট হারায় মাত্র ২ রানে।
সোমবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় তাসমানিয়ার মুখোমুখি হবে এইচপি।
অস্ট্রেলিয়ার তরুণ প্রজন্মের ক্রিকেটারদের তুলে ধরার লক্ষ্যে টপ এন্ড নামক ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করে থাকে থাকে অস্ট্রেলিয়ার ক্রিকেট ৩৬৫। এবারের আসরে অস্ট্রেলিয়ার দলগুলোর বাইরে বাংলাদেশ এইচপি ছাড়াও অংশ নিচ্ছে পাকিস্তান শাহিনস।
মন্তব্য করুন: