তাসমানিয়ার কাছে হারল বাংলাদেশ এইচপি

১২ আগস্ট ২০২৪

তাসমানিয়ার কাছে হারল বাংলাদেশ এইচপি

প্রথম ম্যাচে বড় জয় দিয়ে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টে দারুণ শুরু করেছিল বাংলাদেশ এইচপি। তবে দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্সের কাছে উইকেটে হেরে গেছে আকবর আলীর দল।

সোমবার ডারউইনে জিসান আলম পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর উইকেটে ১৬৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তাসমানিয়া।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তানজিদ হাসান তামিম জিসান। ২৮ বলে ২৯ রান করে নবম ওভারে তানজিদ রান আউট হলে ভাঙে ৭৩ রানের উদ্বোধনী জুটি। পরের বলেই সাজঘরে ফেরেন জিসান। ২৩ বলে ছক্কা চারে তিনি করেন ৩৮ রান।

অধিনায়ক আকবরের ব্যাট থেকে আসে ১৭ বলে ২০ রান। ২৯ বলে ২টি করে চার ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন ইমন।

বোলিংয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই স্পিনার রকিবুল আলিস ইসলাম। পাওয়ারপ্লেতেই তুলে নেন তাসমানিয়ার দুই টপ-অর্ডারকে।

এরপরই পাল্টা আক্রমণে ম্যাচের গতিপথ পাল্টাতে শুরু করেন জ্যাক ডোরান। ৩৭ বলে অপরাজিত ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই উইকেটরক্ষক-ব্যাটার।

বাংলাদেশের হয়ে ওভার বলে ২৫ রানের খরচায় রকিবুল নেন উইকেট।

একই মাঠে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে এইচপি।

মন্তব্য করুন: