তাসমানিয়ার কাছে হারল বাংলাদেশ এইচপি
১২ আগস্ট ২০২৪

প্রথম ম্যাচে বড় জয় দিয়ে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টে দারুণ শুরু করেছিল বাংলাদেশ এইচপি। তবে দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হেরে গেছে আকবর আলীর দল।
সোমবার ডারউইনে জিসান আলম ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর ৫ উইকেটে ১৬৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তাসমানিয়া।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তানজিদ হাসান তামিম ও জিসান। ২৮ বলে ২৯ রান করে নবম ওভারে তানজিদ রান আউট হলে ভাঙে ৭৩ রানের উদ্বোধনী জুটি। পরের বলেই সাজঘরে ফেরেন জিসান। ২৩ বলে ৩ ছক্কা ও ২ চারে তিনি করেন ৩৮ রান।
অধিনায়ক আকবরের ব্যাট থেকে আসে ১৭ বলে ২০ রান। ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন ইমন।
বোলিংয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই স্পিনার রকিবুল ও আলিস ইসলাম। পাওয়ারপ্লেতেই তুলে নেন তাসমানিয়ার দুই টপ-অর্ডারকে।
এরপরই পাল্টা আক্রমণে ম্যাচের গতিপথ পাল্টাতে শুরু করেন জ্যাক ডোরান। ৩৭ বলে অপরাজিত ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই উইকেটরক্ষক-ব্যাটার।
বাংলাদেশের হয়ে ৩ ওভার ৩ বলে ২৫ রানের খরচায় রকিবুল নেন ২ উইকেট।
একই মাঠে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে এইচপি।
মন্তব্য করুন: