অস্ট্রেলিয়ায় টানা দ্বিতীয় ম্যাচ হারল বাংলাদেশ এইচপি

১৪ আগস্ট ২০২৪

অস্ট্রেলিয়ায় টানা দ্বিতীয় ম্যাচ হারল বাংলাদেশ এইচপি

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে আকবর আলীর দলের হার ৮ উইকেটে।

বুধবার ডারউইনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। জবাবে  ওপেনার জ্যাক উইন্টারের বিধ্বংসী ফিফটিতে ১৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অ্যাডিলেইড।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডস একাডেমির বিপক্ষে ৭৭ রানের বড় জয় দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে গত সোমবার তাসমানিয়া টাইগার্সের কাছে তারা হারে ৫ উইকেটে।

আগের দুই ম্যাচে ব্যাট হাতে দলকে ভালো শুরু এনে দিলেও এদিন ২৩ রানের মধ্যেই ৩ উইকেট হারায় আকবরের দল, যার শুরুটা হয় তানজিদ হাসান তামিমকে দিয়ে (১)। এরপর একে একে সাজঘরের পথ দেখেন দুর্দান্ত ছন্দে থাকা পারভেজ হোসেন ইমন (৮) ও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা আফিফ হোসেন (২)।

দ্রুত ৩ উইকেট হারালেও আরেক ওপেনার জিশান আলম ও আকবরের জুটিতে ম্যাচে ফেরার আভাস দেয় সফরকারীরা। জিশান ২৬ রানে ফেরার পর অধিনায়ক আকবরের ৩৬ ও শামীম হোসেনের ৪২ রানের সুবাদে মাঝারি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

বোলিংয়ে নেমে প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন রিপন মন্ডল। তবে উইন্টারের ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮২ রানের ইনিংসে সহজ পায় অ্যাডিলেইড। বাংলাদেশের হয়ে অপর উইকেটটি নেন আবু হায়দার রনি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি দলের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে এইচপি দল।

মন্তব্য করুন: