অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপি দলের ৪ ম্যাচে দ্বিতীয় জয়

১৫ আগস্ট ২০২৪

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপি দলের ৪ ম্যাচে দ্বিতীয় জয়

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি–টুয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে হারের পর বোলারদের নৈপুণ্যে চতুর্থ ম্যাচে জিতেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।

বৃহস্পতিবার ডারউইনে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে ৬ উইকেটে হারায় আকবর আলীর দল।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা ক্যাপিটাল টেরিটোরিকে ৯ উইকেটে ১২৪ রানে আটকে রাখে রিপন মন্ডল-আবু হায়দার রনিরা। জবাবে জিশান আলমের ফিফটিতে ২০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা।

দুই পেসার রিপন ও রনির তোপে ক্যাপিটাল টেরিটোরিকে অল্প রানেই আটকে রাখতে পারে বাংলাদেশ। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে রিপনের শিকার ৩ উইকেট। একই রান খরচায় রনি নেন ২ উইকেট। কিপ্টে বোলিংয়ে একটি করে উইকেট নেন দুই স্পিনার রকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি।

লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিম ও জিশানের উড়ন্ত সূচনায় জয়ের পথটা সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য। ৩১ বলের উদ্বোধনী জুটি থেকে আসে ৫১ রান। তানজিদ ১৫ বলে ১৮ রান করে সাজঘরের পথ দেখলেও ফিফটি তুলে নিয়ে আউট হন জিশান। ৩৬ বলে ২ ছক্কা ও ১ চারে ৫০ রান করেন এই ডানহাতি ব্যাটার।

এছাড়া পারভেজ হোসেন ইমনের ২৪ বলে ২৩ ও আফিফ হোসেনের ১৮ বলে ১৭ রানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

নয় দলের টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে এইচপি দল।

মন্তব্য করুন: