আবারও হারল বাংলাদেশ এইচপি দল

১৬ আগস্ট ২০২৪

আবারও হারল বাংলাদেশ এইচপি দল

অস্ট্রেলিয়ায় নয় দলের টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে গত ম্যাচে ঘুরে দাঁড়ানোর পর আবারও হারের মুখ দেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। বোলারদের লড়াইয়ের পর পাকিস্তান শাহিনসের কাছে হেরেছে ৩ উইকেটে। এই নিয়ে পাঁচ ম্যাচে তৃতীয় হারের মুখ দেখল আকবর আলীর দল।

শুক্রবার ডারউইনে টস হেরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে ষষ্ঠ উইকেটে শামীম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বির ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৪১ রানের সংগ্রহ পায় তারা। জবাবে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।

এদিন প্রথম বলেই সাজঘরের পথ দেখেন আগের ম্যাচে ফিফটি হাঁকানো জিশান আলম। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম (১৮) ও পারভেজ হোসেন ইমনের (২৭) ৪৮ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। তবে এই জুটি ভাঙলে পরের ১০ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। টুর্নামেন্টে টানা পঞ্চম ম্যাচে ব্যর্থ আফিফ হোসেন ফেরেন ৪ রান করে। অধিনায়ক আকবর ফেরেন ১ রানে।

৯ ওভার ২ বলে ৫৮ রানে ৫ উইকেট হারানো দলকে টেনে তুলে লড়াই করার অবস্থানে নিয়ে যান শামীম ও মাহফুজুর। ৩৮ বলে ৫ চারে ৪৪ রানে অপরাজিত ছিলেন শামীম। মাহফুজুর অপরাজিত থাকেন ৩২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪১ রানে।

জবাবে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হারিসের ১৮ বলে ৩২ রানের ইনিংসে দারুণ শুরু পায় পাকিস্তান। এরপর স্পিনাররা দ্রুত আরও দুই উইকেট তুলে নিলেও মিডল-অর্ডারদের দৃঢ়তায় জয়ের পথেই থাকে তারা। তবে ৩ উইকেটে ১১১ রান থেকে ১২৪ রানের মধ্যে আরও ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তুলে বাংলাদেশ। শেষ পর্যন্ত অষ্টম উইকেটে ২০ রানের জুটিতে জয় পায় পাকিস্তান।

মন্তব্য করুন: