রাব্বির ঝড়ে সেমি-ফাইনালে বাংলাদেশ এইচপি

১৭ আগস্ট ২০২৪

রাব্বির ঝড়ে সেমি-ফাইনালে বাংলাদেশ এইচপি

জয়ের জন্য শেষ ৩ ওভারে তখনও দরকার ৩৬ রান। ক্রিজে ছিলেন শামীম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি। বোলারের করা প্রথম বলে চার মারলেন রাব্বি। পরের দুই বলে ২ ছক্কা হাঁকিয়ে সমীকরণ নাগালের মধ্যে নিয়ে এসেছিলেন তিনি। এরপর শামীমের বিদায়ে কিছুটা শঙ্কা জাগলেও বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলকে সেমি-ফাইনালে তুলেই মাঠ ছেড়েছেন এই বাঁহাতি ব্যাটার।

শনিবার অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে পার্থ স্কর্চার্স একাডেমিকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। পার্থের দেওয়া ১৩০ রানের লক্ষ্য ৩ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে আকবর আলীর দল। আট নম্বরে নেমে দুটি করে চার ও ছক্কায় ১৩ বলে ৩২ রান করে জয়ের নায়ক রাব্বি।

নয় দলের টুর্নামেন্টের প্রথম পর্বের ছয় ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় জয়। পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে শেষ চারের টিকেট নিশ্চিত করেছে তারা।

ডারউইনে লক্ষ্য তাড়া করতে নেমে এদিনও ব্যর্থ হয় বাংলাদেশের টপ-অর্ডার। ১৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে তারা। একে একে সাজঘরের পথ দেখেন তানজিদ হাসান তামিম (১), পারভেজ হোসেন ইমন (০) ও আরিফুল ইসলাম (২)।

চতুর্থ উইকেটে জিশান আলমকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক আকবর। তবে ২৬ রান করা জিশান রান-আউটে কাটা পড়লে ভাঙে ৩৯ রানের জুটি। আকবর ফেরেন ৩৩ বলে ৩৫ রান করে। দলীয় ১২০ রানে শামীম (১৬) ফিরলেও রকিবুল হাসানকে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন রাব্বি।

এর আগে পার্থ ইনিংসের তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন রিপন মন্ডল। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন টিগ ওয়ালি ও ব্যাক্সটার হল্ট। রিপনের দ্বিতীয় শিকারে এই জুটি ভাঙলে প্রতিপক্ষকে চেপে ধরেন স্পিনাররা। শেষ পর্যন্ত ওয়ালির ৫৬ রানে ২০ ওভার শেষে ৫ উইকেটে ১২৯ রানের সংগ্রহ পায় পার্থ।

রিপন ও রকিবুলের শিকার দুটি করে উইকেট।

মন্তব্য করুন: