অস্ট্রেলিয়ায় ফাইনালে হেরে গেল বাংলাদেশ এইচপি
১৮ আগস্ট ২০২৪

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টুয়েন্টিতে আসরজুড়ে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের ছন্নছাড়া ব্যাটিংয়ের চিত্র বদলায়নি ফাইনালেও। অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে শিরোপা লড়াইয়ে ব্যাটারদের ব্যর্থতায় ৩২ রানে হেরেছে আকবর আলীর দল।
রোববার ডারউইনে স্ট্রাইকার্সের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক বল আগে বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৭ রানে।
রান তাড়ায় বাংলাদেশকে ৩২ রানের উদ্বোধনী জুটি এনে দেন তানজিদ হাসান তামিম ও জিশান আলম। জিশান (১৮) ফিরলে এই জুটি ভাঙার পর কমে আসে রানের গতিও। পারভেজ হোসেন ইমন ফেরেন কেবল ৩ রান করে। তৃতীয় উইকেটে আফিফকে নিয়ে তানজিদ দলের হাল ধরার চেষ্টা করলেও রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত রান তুলতে পারেনি কেউই।
দলীয় ৭৩ রানে তানজিদ (৩৫) ফিরলে ভেঙে পড়ে বাংলাদেশের মিডল-অর্ডার। ১৯ রানের মধ্য হারায় ৫ উইকেট। ম্যাচ থেকেও ছিটকে যায় তারা। শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বির ২১ ও রিপন মন্ডলের ১১ রান কেবল পরাজয়ের ব্যবধানটাই কমায়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় স্ট্রাইকার্স। তবে দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটিতে দ্রুতই ঘুরে দাঁড়ায় তারা। পরে বাংলাদেশ বোলারদের ওপর চড়াও হয়ে ৭ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় স্ট্রাইকার্স। ৩৭ রান দিয়ে রিপন নেন ২ উইকেট।
একই দিন প্রথম সেমি-ফাইনালেও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি তানজিদ-ইমনরা। নর্দান টেরিটরির বিপক্ষে তাদের ইনিংস থামে ১৩৮ রানে। তবে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে প্রতিপক্ষকে ১১৭ রানে আটকে রেখে ২১ রানের জয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। রিপন ৩টি ও রকিবুল ২টি উইকেট নেন।
মন্তব্য করুন: