৫৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতালেন তানজিদ

৭ এপ্রিল ২০২৫

৫৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতালেন তানজিদ

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমের শুরু থেকে ব্যাট হাতে ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু তিন অঙ্কের দেখা পাচ্ছিলেন না বাঁহাতি এই ওপেনার। ঈদের ছুটির পর প্রথম ম্যাচ খেলতে নেমেই বিধ্বংসী শতক হাঁকিয়ে এই আক্ষেপ দূর করে লেজেন্ডস অব রূপগঞ্জকে জিতিয়েছেন তিনি।

সোমবার পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫৯ বলে ১০ চার ছক্কায় সেঞ্চুরি হাঁকান তানজিদ। তার অপরাজিত ১০৩ রানের সুবাদে ১০ উইকেটের জয় পায় রূপগঞ্জ।

সাভারে বিকেএসপির তিন নম্বরে মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৩৪ ওভার বলে ১২৯ রানে গুটিয়ে যায় পারটেক্স। জবাবে ১৮ ওভার বলে লক্ষ্যে পৌঁছায় রূপগঞ্জ। সাইফ হাসান অপরাজিত থাকেন ২৬ রানে।

প্রায় দুই বছর ৪৬ ইনিংস পর লিস্ট ক্রিকেটে শতকের দেখা পান তানজিদ। এই ফরম্যাটে এটি তার চতুর্থ সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালে ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের হয়ে সবশেষ শতক করেছিলেন তিনি।

চলতি মৌসুমে আগের সাত ইনিংসে তিনটিতে ফিফটির দেখা পান তানজিদ। সব মিলিয়ে লিগে এখনও পর্যন্ত ইনিংসে ৭৬ দশমিক ৮০ গড়ে তার সংগ্রহ ৩৮৪ রান। ১৪৩ দশমিক ২৮ স্ট্রাইক রেটে তিনি এই রান করেছেন।

মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। নিষেধাজ্ঞা কাটিয়ে নাসির হোসেনের প্রত্যাবর্তনের ম্যাচে ১৬০ রানের লক্ষ্যে তারা ৯৯ বল হাতে রেখে পৌঁছে যায়।

অপর ম্যাচে বিকেএসপির চার নম্বরে মাঠে ব্রাদার্স ইউনিয়নকে উইকেটে হারায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে উইকেটে ২৩৮ রানে থামে ব্রাদার্সের ইনিংস। জবাবে বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় অগ্রণী ব্যাংক।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add