নাহিদ কী তা বোঝা যাবে ম্যাচে: জিম্বাবুয়েকে শান্তর জবাব

১৯ এপ্রিল ২০২৫

নাহিদ কী তা বোঝা যাবে ম্যাচে: জিম্বাবুয়েকে শান্তর জবাব

বাংলাদেশের ইতিহাসের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নাহিদ রানা। অভিষেকের পর থেকেই গতির ঝড় তুলে নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বে। তবে তরুণ এই পেসারের গতির প্রসঙ্গে সিরিজ শুরুর আগে খোঁচা মেরেছেন জিম্বাবুয়ের শন উইলিয়ামস। তার এই খোঁচার জবাবে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, নাহিদকে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করার বার্তা দেওয়া হয়েছে।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দুদল। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে মাঠে নামতে পারেন নাহিদ।

ম্যাচের আগেরদিনের সংবাদ সম্মেলনেও উঠে আসে নাহিদের প্রসঙ্গ। এর পেছনে কারণ অবশ্য উইলিয়ামস। শুক্রবারের সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের এই অভিজ্ঞ অলরাউন্ডার নাহিদের গতি নিয়ে প্রসঙ্গ উঠলে জানান, তাদের কাছে থাকা বোলিং মেশিন এর চেয়ে দ্রুতগতিতে বল করে।

এই খোঁচার জবাবে শনিবারের সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “কালকে ম্যাচে যখন বল করবে, আর প্রতিপক্ষ যখন ব্যাটিং করবে, তখন ব্যাটসম্যানদের শারীরিক ভঙ্গি দেখলেই বুঝতে পারবেন, নাহিদ কতটা ব্যতিক্রম।

নাহিদকে কী বার্তা দেওয়া হয়েছে প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, “ওকে অনেক আগে থেকেই আমি চিনি। যখন কিছুই খেলেনি, একাডেমিতে অনুশীলন করত তখন থেকেই চিনি। তখন থেকে এখন পর্যন্ত একটি বার্তাই দেওয়া হয়েছে, যেন ১৪০এর বেশি গতিতে বল করে। এখন পর্যন্ত বার্তা পরিষ্কার। আশা করব, কালকে যদি খেলে, ১৪০ কিলোমিটারের এর চেয়ে বেশি জোরে বল করবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add