৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ: মুমিনুল

২২ এপ্রিল ২০২৫

৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ: মুমিনুল

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ১১২ রানে এগিয়ে আছে বাংলাদেশ। হাতে আছে ৬ উইকেট। ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে প্রতিপক্ষকে তিনশ রানের লক্ষ্য দিতে চান মুমিনুল হক।

মঙ্গলবার সিলেটে তৃতীয় দিন বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে ৪৪ ওভারের বেশি খেলা হতে পারেনি। দিন শেষে ৪ উইকেটে ১৯৪ রান তোলে বাংলাদেশ। ৬০ রান নিয়ে নাজমুল হোসেন শান্ত ও ২১ রান নিয়ে জাকের আলী অনিক ক্রিজে আছেন।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা মুমিনুলের কাছে জানতে চাওয়া হয় ম্যাচ জয়ের জন্য বাংলাদেশ কত রানের লক্ষ্য ঠিক করে রেখেছে। জবাবে বাঁহাতি এই ব্যাটার বলেন, “তিনশ হলে খুব ভালো। তিনশ যদি না হয় তাহলে ২৭০ থেকে ২৮০। তিনশ হলে ভালো অবস্থানে চলে যাবো আমরা।

প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়ার জন্য টেইলএন্ডাররা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে জানান মুমিনুল।

হ্যাঁ, আত্মবিশ্বাস এই কারণে আছে যে, শান্ত-জাকেরের পর আমাদের টেলএন্ডাররা যারা আছে তাইজুল তারপরে হাসান; ওরা ব্যাটিং করতে পারে। এই কারণে আত্মবিশ্বাসটা একটু বেশি আরকি।

ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ফল যে কোনো দিকে যেতে পারে মনে করেন মুমিনুল। এমন পরিস্থিতিতে শান্ত ও জাকেরের সঙ্গে মেহেদী হাসান মিরাজকেও বাড়তি দায়িত্ব নিতে হবে বলে জানান সাবেক এই টেস্ট অধিনায়ক। তবে নিজেদের লক্ষ্যের দিকে আগাতে হলে চতুর্থ দিনের শুরুটা সাবধানে করতে হবে বলে মত দেন তিনি।

দুইজন ব্যাটিং করছেন, তারপর মিরাজ আছে; অনেক হিসেব করে ব্যাটিং করতে হবে। আর কালকে সকালে খেলাটা হয়তো খুব কঠিন হয়ে আসবে। তো ওই সময়টায় আমাদের একটু খুব দেখেশুনে ব্যাটিং করতে হবে। আবার একটা সময় দেখবেন যে খেলাটা ছাড়বে, আমরা খেলাটা ধরবো। তো ওই সময়টা যে থাকবে আমাদের আরও মনোযোগ দিয়ে লম্বা সময় ব্যাটিং করতে হবে।

আমার আর শান্তর যে পঞ্চাশ রানের পার্টনারশিপটা ছিল, ওই জায়গা থেকে আমরা বের হয়ে গেছি। তো ওইরকম আরেকটা সময় আসবে তখন ওই পঞ্চাশ রানের পার্টনারশিপটাকে দেড়শ, দুইশ, ১৭০-১৮০ করলে তখন ওই তিনশ রানের কাছাকাছি যাওয়া সম্ভব।

তৃতীয় দিনের নষ্ট হওয়া ওভার পুষিয়ে নিতে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের চেয়ে আগে ৯টা ৪৫ মিনিটে শুরু হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add