সমর্থকদের ধৈর্য ধরতে বললেন বাংলাদেশ কোচ

২৭ এপ্রিল ২০২৫

সমর্থকদের ধৈর্য ধরতে বললেন বাংলাদেশ কোচ

জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হারার পর ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়েও আছে সমালোচনা তবে এই অবস্থা থেকে এখনই বেরিয়ে আসা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স কিন্তু জন্য সমর্থকদের কাছে সময় চেয়েছেন তিনি

গত অক্টোবরে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পান সিমন্স কিন্তু তার অধীনে ব্যর্থতার হারই বেশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়ার পর এবার জিম্বাবুয়ের কাছেও ঘরের মাঠে টেস্ট হেরেছে টাইগাররা মাঝে ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে একটি টেস্ট জেতে তারা

অন্যদিকে ওয়ানডেতেও ভালো অবস্থানে নেই বাংলাদেশ গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ জিততে পারেনি তারা এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয় সফরকারীরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে  ভারত নিউ জিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা

সিমন্স দায়িত্ব নেওয়ার পর তিন ফরম্যাট মিলিয়ে ১৬ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৫টি একের পর এক ব্যর্থতায় প্রতিনিয়ত বাড়ছে সমালোচনার ঝড় সমর্থকদের মুখে হাসি ফেরাতে ভালো করার বিকল্প নেই দলের সিরিজ বাঁচানোর অভিযানে সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে শেষ টেস্ট খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর দল

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ব্যর্থতার প্রসঙ্গে সিমন্স বলেন, “অবশ্যই ধৈর্য ধরার কথা বলতে চাই বিশেষ করে বাংলাদেশের মানুষদের আমি জানি, তারা খেলাটির প্রতি কতটা আবেগপ্রবণ নিজেদের দলকে ভালো করতে দেখতে চায় তাই আমি ধৈর্য ধরতে অনুরোধ করছি আমরা ভালো খেলার জন্য ঠিকঠাক সব কাজ করার চেষ্টা করছি

সিরিজটি শুরুর আগে দেশে টেস্ট সংস্কৃতি গড়ার লক্ষ্যে নতুন কিছু করে দেখানোর কথা জানিয়েছিলেন শান্ত কিন্তু সিলেট টেস্টের প্রথম দিন থেকে দেখা যায় সেই পুরোনো বাংলাদেশকেই

প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয় তারা এরপর দ্বিতীয় ইনিংসে ভালো অবস্থানে থাকার পরেও ব্যাটিং ধসে জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিতে পারেনি স্বাগতিকরা সিরিজে ফেরার অভিযানে মাঠে নামার আগে ইতিবাচক খেলার বার্তা দেন সিমন্স

আমরা জানি, প্রথম ম্যাচে দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি এবং নিজেদের সমস্যায় ফেলেছি এখন আমাদের ভাবনা হলো, ইতিবাচক ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলতে চাই এমন না যে, সারা দিন ব্যাটিং করে ২০০ রান করব

মন্তব্য করুন: