ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে জিম্বাবুয়ে দলে রাজা
৩ মে ২০২৫

২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। পাঁচ দিনের বদলে ম্যাচটি হবে চার দিনের। সফরের একমাত্র ম্যাচটির জন্য দলে ফিরেছেন সিকান্দার রাজা। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে চুক্তিবদ্ধ থাকায় জাতীয় দলের হয়ে সবশেষ তিন টেস্টে খেলতে পারেননি এই অলরাউন্ডার।
শনিবার ইংল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের দল থেকে মোট তিনটি পরিবর্তন এনেছে তারা।
জনাথন ক্যাম্পবেলের পরিবর্তে দলে এসেছেন রাজা। ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন।
অন্যদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত উইকেটরক্ষক ক্লাইভ মাডান্ডে। ইংল্যান্ডের পেস কন্ডিশনে পেস আক্রমণে শক্তি বাড়াতে দলে যুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরিকে। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া লেগ-স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
আগামী ২২ মে নটিংহ্যামে শুরু হবে দু’দলের চার দিনের টেস্ট ম্যাচটি। ২০০৩ সালের পর এবারই প্রথম ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেট খেলবে জিম্বাবুয়ে। আর যে কোনো ফরম্যাটে দেশটিতে ২০০৪ সালের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে ক্রেইগ আরভিনের দল।
এই ম্যাচের পর আগামী জুনের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি চার দিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জিম্বাবুয়ে দল:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
মন্তব্য করুন: