জুনে মাঠে ফিরতে পারেন তাসকিন
৬ মে ২০২৫

গোড়ালির চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তাসকিন আহমেদ। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজেও ডানহাতি এই পেসারকে পাবে না বাংলাদেশ। তবে আগামী জুনে শ্রীলঙ্কা সফরের আগে তিনি মাঠে ফিরতে পারেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বর্তমানে গোড়ালির চিকিৎসার জন্য লন্ডনে আছেন তাসকিন। সেখানে তার সঙ্গে আছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। তার বরাত দিয়ে মঙ্গলবার বিসিবির তরফ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী জুনের শুরুর দিকে ম্যাচ খেলার ফিটনেস পেতে পারেন তাসকিন।
লন্ডনে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক – গোড়ালি বিশেষজ্ঞ, স্পোর্টস চিকিৎসক ও স্পোর্টস ফিজিওথেরাপিস্টের সঙ্গে সাক্ষাৎ করেন তাসকিন। তাদের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে চোট থেকে সেরে উঠতে এখন কোনো অস্ত্রোপচারের না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরোপুরি সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে তাসকিনকে।
এ বিষয়ে দেবাশিস বলেন, “বিশেষজ্ঞদের মতে এখন তাসকিনের জন্য অস্ত্রোপচার ছাড়া রক্ষণাত্মক চিকিৎসাই সবচেয়ে উপযুক্ত পথ। ধাপে ধাপে তার ফিটনেস ফিরিয়ে আনতে এবং টেনডনের সমস্যাটি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে পুনর্বাসন প্রক্রিয়া সাজানো হয়েছে। আমরা তার উন্নতি নিয়ে আশাবাদী।”
“পুনর্বাসন সফলভাবে শেষ হলে জুনের শুরুতেই তাসকিনের ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।”
গত অক্টোবর থেকে বাঁ গোড়ালির সমস্যা নিয়ে খেলে আসছেন তাসকিন। এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ এবং বিপিএলের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলেছিলেন। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় ব্যথা বেড়ে যাওয়ায় টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
পাকিস্তানের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ শেষে জুনে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। ১৭ জুন গলে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
মন্তব্য করুন: