অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
১৩ মে ২০২৫

চোট কাটিয়ে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ক্যামেরন গ্রিন। ডানহাতি এই অলরাউন্ডার ছাড়াও দলে জায়গা পেয়েছেন উদীমান ওপেনার স্যাম কনস্ট্যাস।
মঙ্গলবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং এরপরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া।
লর্ডসে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
২০২৩ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।
গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে হওয়া ওয়ানডে সিরিজে পিঠের নিচের অংশের চোটের কারণে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন গ্রিন। এরপর অক্টোবরে অস্ত্রোপচার করান তিনি। গত মাসে কাউন্টি ক্রিকেট দিয়ে আবারও মাঠে ফিরেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
শিরোপা ধরে রাখার অভিযানে দলকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে ছিলেন না তিনি। পরে গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি ডানহাতি এই পেসার।
গত নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক দিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলা ওপেনার কনস্ট্যাস দলে জায়গা পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরোপা লড়াইয়ে ওপেনিংয়ে ফিরবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর, তিন নম্বরে ব্যাট করা মার্নাস লাবুশেনকে ওপেনিংয়ে উন্নীত করা হতে পারে।
লর্ডসের ফাইনালের পর ক্যারিবীয় অঞ্চলে সফরে যাবে অস্ট্রেলিয়া, যেখানে ২৫ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা তিনটি টেস্ট খেলবে। এরপর সেখানে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে অজিরা। সেটির জন্য পরে দল ঘোষণা করা হবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়া দল :
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্ট্যাস, ম্যাথিউ কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বোউ ওয়েবস্টার।
রিজার্ভ: ব্রেন্ডন ডগেট
মন্তব্য করুন: