একই দিনে পুনরায় শুরু হতে যাচ্ছে আইপিএল ও পিএসএল
১৩ মে ২০২৫

ভারত-পাকিস্তানের সীমান্তে উত্তেজনার প্রভাবে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে দেশ দুটি অস্ত্রবিরতিতে সম্মত হওয়ায় পুনরায় শুরু হতে যাচ্ছে এই দুই ফ্র্যাঞ্চাইজি আসর। আগামী শনিবার আবারও মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটির খেলা।
সোমবার রাতে এক বিবৃতিতে পুনরায় আইপিএল শুরু করার দিনক্ষণ জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অন্যদিকে এর একদিন পর স্থগিত হওয়া পিএসএল পুনরায় শুরুর ঘোষণা দেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পিসিবি চেয়ারম্যান টুর্নামেন্ট শুরুর ঘোষণা দিলেও এখনও সূচি ও ভেন্যুর বিষয়ে কিছু জানানো হয়নি। তবে দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে।
ভারত-পাকিস্তান সীমান্তে অস্থিরতা বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট সরিয়ে নিতে চেয়েছিল পিসিবি। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসে গত শুক্রবার টুর্নামেন্ট স্থগিত রাখার ঘোষণা দেয় তারা।।
প্লে-অফসহ টুর্নামেন্টে এখনও ৮টি ম্যাচ বাকি আছে। পিএসএল পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটিও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে না। ২৫ মে ফয়সালাবাদে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অন্যদিকে লিগ পর্বের ১৩টিসহ এখনও মোট ১৭টি ম্যাচ বাকি আছে আইপিএলের। পরিবর্তিত সূচিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে – বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই ও আহমেদাবাদ। ফাইনাল হবে ৩ জুন। তবে প্লে-অফের ভেন্যুর বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। আগের সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল আগামী ২৫ মে, কলকাতায়।
আগামী শনিবার বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে আসর। লিগ পর্ব শেষ হবে ২৭ মে।
এর আগে ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে সংঘাত বেড়ে যাওয়ায় গত শুক্রবার এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করেছিল বিসিসিআই।
গত বৃহস্পতিবার ধর্মশালায় প্রথম ইনিংস চলাকালে ফ্লাডলাইড নিভে যাওয়ার পর নিরাপত্তা শঙ্কায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করা হয়। সেই ম্যাচটি আবার অনুষ্ঠিত হবে ২৪ মে, জয়পুরে।
মন্তব্য করুন: