ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল
২৪ মে ২০২৫

নতুন টেস্ট অধিনায়ক হিসেবে শুবমান গিলের নাম ঘোষণা করেছে ভারত। ২৫ বছর বয়সী এই ব্যাটারের নেতৃত্বে আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি।
শনিবার ঘোষণা করা দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটার সাই সুদর্শন ও বাঁহাতি পেসার আর্শদীপ সিং। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ব্যাটার করুণ নায়ার। এছাড়াও জায়গা হয়েছে পেস-অলরাউন্ডার শার্দুল ঠাকুরের। তবে পুরোপুরি ফিট না থাকায় দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ শামির।
রোহিত শর্মা টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে দলের নতুন অধিনায়ক হিসেবে যশপ্রীত বুমরাহর নাম শোনা যাচ্ছিল। তবে ডানহাতি এই পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক অজিত আকারগার। রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ।
অন্যদিকে রোহিতের পর বিরাট কোহলিও টেস্ট ফরম্যাটকে বিদায় জানানোয় তুলনামূলক তরুণ ও অনভিজ্ঞ ব্যাটিং-অর্ডার নিয়ে ইংল্যান্ডে যাচ্ছে ভারত। গিল, সুদর্শন, নায়ারের সঙ্গে দলের ব্যাটিংয়ে আছেন যশস্বী জয়সোয়াল, লোকেশ রাহুল, নতুন সহ-অধিনায়ক রিশাভ পান্ত ও ধ্রুব জুরেল।
আগামী ২০ জুন হেডেংলিতে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের শুরু করবে দু’দল।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট দল:
শুবমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরন, করুণ নায়ার, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, আর্শদীপ সিং।
মন্তব্য করুন: