‘ডাক’ মারার রেকর্ড সাকিবের

‘ডাক’ মারার রেকর্ড সাকিবের

বাংলাদেশ ক্রিকেটের অসংখ্য রেকর্ডের মালিক সাকিব আল হাসান এবার নাম তুলেছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড বইয়ে। টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন তিনি।

শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের হয়ে ব্যাটিংয়ে নেমে ২ বলে খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সাকিব। এই নিয়ে স্বীকৃত টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৩৩ বার শূন্য রানে আউট হলেন তিনি।

দেশের ব্যাটারদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডটি ছিল সৌম্য সরকারের। ২৩২ ইনিংসে বাঁহাতি এই ব্যাটার এখন পর্যন্ত শূন্য রানে আউট হয়েছেন ৩২ রান। অন্যদিকে তাকে ছাড়িয়ে যেতে সাকিব খেলেছেন ৪১০ ইনিংস।

লম্বা বিরতির পর পিএসএল দিয়ে গত ১৮ মে মাঠের ক্রিকেটে ফেরেন সাকিব। সেদিন পেশোয়ার জালমির বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই সাজঘরের পথ দেখেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

দেশীয় ক্রিকেটারদের মধ্যে টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার তালিকার সাকিব ও সৌম্যর পরে আছেন ইমরুল কায়েস (১৭৪ ইনিংসে ২২ বার), তামিম ইকবাল (২৮০ ইনিংসে ২০ বার) ও মুশফিকুর রহিম (১৬৫ ইনিংসে ১৯ বার)।

সব মিলিয়ে টি-টুয়েন্টি ক্যারিয়ারে সবচেয়ে ডাক মারার রেকর্ড সুনীল নারাইনের। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার ৩৫৮ ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ৪৮ বার। ২৮২ ইনিংসে ৪৫ বার শূন্য রানে আউট হয়ে এই তালিকার দুইয়ে আছেন আফগানিস্তানের রশিদ খান। তিনে থাকা ইংলিশ ওপেনার অ্যালেক্স হেইলস ৪৯২ ইনিংসে ডাক মেরেছেন ৪৪টি।

মন্তব্য করুন: