আবারও হোবার্টে জায়গা হলো রিশাদের

আবারও হোবার্টে জায়গা হলো রিশাদের

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টির আসর বিগ ব্যাশ লিগে টানা দ্বিতীয় মৌসুমে প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ-স্পিনারকে এবারও দলে নিয়েছে হোবার্ট হারিকেনস।

বৃহস্পতিবার মেলবোর্নে বিদেশি ক্রিকেটারদের ড্রাফটের দ্বিতীয় ডাকে রিশাদকে দলে নেয় বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়নরা।

বিগ ব্যাশের গত আসরেও ড্রাফট থেকে রিশাদকে থেকে দলে নিয়েছিল হোবার্ট। তবে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর পরে বিপিএলের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্টে খেলতে যাওয়ানি তার।

আগামী ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে পারে বিগ ব্যাশের ১৫তম আসরের। পর্দা নামবে জানুয়ারির শেষ দিকে। ফলে এবারের এবারের আসরে খেলার সম্ভাবনা আছে রিশাদের। কারণ আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, তখন বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই।

তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায়, এগিয়ে আনা হতে পারে বিপিএলের পরবর্তী আসর। ফলে বিগ ব্যাশের সঙ্গে একই সময়ে খেলা চলতে পারে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। সেক্ষেত্রে বিগ ব্যাশে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে রিশাদের।  

গত বছর সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে দল পান রিশাদ। তবে প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাওয়া প্রথম বাংলাদেশি ছিলেন তিনি।

২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সে এবং ২০১৫ সালে মেলবোর্ন রেনেগেডসে বদলি খেলোয়াড় হিসেবে ডাক পেয়েছিলেন সাকিব।

রিশাদ ছাড়াও এবারের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজসহ বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার। তবে তাদের কেউই দল পাননি।

মন্তব্য করুন: