১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ, হাতে ৭ উইকেট
২০ জুন ২০২৫

নাঈম হাসান ও হাসান মাহমুদের বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে লিড নিতে দেয়নি বাংলাদেশ। এরপর সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে চতুর্থ দিনের খেলা শেষে সফরকারীরা এগিয়ে আছে ১৮৭ রানে।
শুক্রবার গলে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। শান্ত ৫৬ ও মুশফিকুর রহিম ২২ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করবেন।
১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ইনিংসের মতো এবারও ব্যাট হাতে ব্যর্থ হন এনামুল হক বিজয়। ২০ বলে ৪ রান করা এই ওপেনারকে ফেরান প্রভাত জয়াসুরিয়া।
চা বিরতির আগ মুহূর্তে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন ১৪ রান করা মুমিনুল হক। থারিন্দু রত্নায়েকেকে বাঁহাতি এই ব্যাটার সুইপ করতে গেলে বল ব্যাটের কানায় লেগে চলে যায় শর্ট পয়েন্টে থাকা ফিল্ডারের কাছে। এরপর সাদমান-শান্তর জুটিতে ঘুরে দাঁড়াতে শুরু করে সফরকারীরা।
প্রথম ইনিংসে ১৪ রানে ফেরা সাদমান বিরতির পর ফিফটি তুলে নেন ৭০ বলে। মিলান রত্নায়েকের বলে বাঁহাতি এই ওপেনার এলবিডাব্লিউর ফাঁদে পড়লে থামে ৭৬ রানের ইনিংস। ভাঙে তৃতীয় উইকেটে ৬৮ রানের জুটি।
দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে ফিফটি তুলে নেন শান্ত।
এর আগে কামিন্দু মেন্ডিসের ব্যাটে লিড নেওয়ার পথে ছিল শ্রীলঙ্কা। কিন্তু মধ্যাহ্ন ভোজের বিরতির পর নাঈম ও হাসানের দুর্দান্ত বোলিয়ে ১৫ রানের ভেতর স্বাগতিকদের শেষ ৪ উইকেট তুলে নিলে তাদের ইনিংস থামে ৪৮৫ রানে। নাঈমের শিকার ৫ উইকেট, হাসান নেন ৩ উইকেট।
মন্তব্য করুন: