মিরাজ থাকলে সুযোগ পাবেন না মোসাদ্দেক

মিরাজ থাকলে সুযোগ পাবেন না মোসাদ্দেক

ঘরোয়া ক্রিকেটে টানা ব্যাট-বলে পারফর্ম করার পরেও দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ডানহাতি এই অলরাউন্ডারের বাংলাদেশের জার্সি আবারও গায়ে জড়ানোর সুযোগ সহসাই হয়তো আর আসছে না। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন মেহেদী হাসান মিরাজ দলে থাকবেন ততদিন কোনো সুযোগ পাবেন না মোসাদ্দেক।

২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অফস্পিনে ১৬ ম্যাচে ৩০ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হন মোসাদ্দেক। ব্যাট হাতে ১৪ ইনিংসে প্রায় ৪৯ গড়ে করেন ৪৮৭ রান। জেতেন টুর্নামেন্টের সেরা অলরাউন্ডারের পুরস্কার। আবাহনী লিমিটেডকে রেকর্ড ২৪তম শিরোপা জেতাতে দলকে সামনে থেকে নেতৃত্বও দেন তিনি।

শুধু এবারই নয়, গত আসরেও আবাহনীকে চ্যাম্পিয়ন করতে ব্যাট-বলে বড় ভূমিকা রাখেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। ব্যাট হাতে ৯ ইনিংসে ৭৯ দশমিক ২০ গড়ে তিনি ৩৯৬ রান করেন। বল হাতে ১২ ইনিংসে শিকার করেন ২০ উইকেট।

তবে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ালেও জাতীয় দলে বারবার উপেক্ষিতই থেকে যাচ্ছেন মোসাদ্দেক। জায়গা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে মোসাদ্দেকের প্রসঙ্গ আসতেই উত্তেজিত হয়ে ওঠেন প্রধান নির্বাচক লিপু।

আপনি সাংবাদিকতার আলোকে মনে করছেন যে, মোসাদ্দেক হোসেনের এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত, আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না, পরিষ্কারভাবে বলতে চাচ্ছি। কারণ যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছেন, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।

এখানে আমি খুব পরিষ্কারভাবেই বলছি যে, তিনি (মোসাদ্দেক) আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে হয়তো কেউ ব্যাকআপ হিসেবে আছে, তবে তিনি যদি সুযোগ পান, তিনি সামনে চলে আসতে পারেন। সেটার জন্য দরজা খোলাই আছে। তবে এজন্য কাউকে আগে নিজেকে প্রমাণ করতে হবে।

জাতীয় দলের হয়ে সবশেষ ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছেন মোসাদ্দেক। ওয়ানডে খেলেছেন সে বছর আগস্টে, জিম্বাবুয়ের বিপক্ষে। তবে জাতীয় দলের বাইরে থাকলেও গত মাসে নিউ জিল্যান্ড ‘এ দলের বিপক্ষে একদিনের সিরিজে খেলেছেন তিনি। তিন ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও বল হাতে শিকার করেন ৫ উইকেট। সব মিলিয়ে তাকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান লিপু।

আমরা কিন্তু নিউ জিল্যান্ডের (‘এ দল) সঙ্গে তাকে খেলিয়েছি। আমরা দেখছি। আমরা মনে হয় যে, কোনো কিছু ঘটে যাওয়ার আগেই দেখেন আমরা কী করি। আমাদের হাতে এখনও অনেক সময় আছে।

মন্তব্য করুন: