ধীর ব্যাটিংয়ের সমালোচনা উড়িয়ে দিলেন শান্ত

ধীর ব্যাটিংয়ের সমালোচনা উড়িয়ে দিলেন শান্ত

বৃষ্টির বাগড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে দল যেভাবে ব্যাটিং করেছে তা নিয়ে সমালোচনা হয়েছে বেশ। অনেকের অভিযোগ, ব্যক্তিগত অর্জনের দিকে নজর দিতে গিয়ে ম্যাচের ফল আনতে চেষ্টা করেনি নাজমুল হোসেন শান্তর দল। সমালোচনা উড়িয়ে দিয়ে অধিনায়ক দাবি করেছেন, দলের কেউই ব্যক্তিগত অর্জনের জন্য খেলে না।

গত শনিবার গলে কোনো ফল ছাড়াই শেষ হয় বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। শেষ দিন শান্তু-মুশফিকের ধীরগতির ব্যাটিংয়ের পর বৃষ্টির কারণে দুই ঘণ্টার বেশি খেলা বন্ধ থাকায় লঙ্কানদের বড় লক্ষ্য দিতে গিয়ে বেশি সময় নিয়ে ফেলে সফরকারীরা। ফলে স্বাগতিকদের অলআউট করতে মাত্র ৩৭ ওভার হাতে পায় তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের অনেক ক্রিকেট অনুরাগী বৃষ্টির আগে শান্ত-মুশফিকের ধীরগতির ব্যাটিংয়ের সমালোচনা করেন।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে বর্তমানে কলম্বোয় আছে বাংলাদেশ। আগামী বুধবার সিংহলিজ স্পোর্টস ক্লাবে শুরু হবে সেই ম্যাচ। সোমবার অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে শান্তর আলাপকালে গল টেস্টের বিষয়টিই বেশি উঠে আসে।  

এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, “ব্যক্তিগত মাইলফলকের জন্য আমাদের ড্রেসিংরুমে কেউ খেলে না। কন্ডিশন দেখে এবং ড্রেসিংরুমে থাকা কোচিং স্টাফ সদস্যদের সঙ্গে কথা বলে দলের জন্য যেটা ভালো মনে হয়েছে, সে সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

হয়তো ঝুঁকি নিতে পারতাম বা আরও আগে ডিক্লেয়ার করা উচিত ছিল, এ রকম অনেকে যার যার জায়গা থেকে বলতেই পারেন। তবে আমার মনে হয় না, না জেনে ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়কে আক্রমণ করা উচিত।

গল টেস্ট দিয়ে ২১ ম্যাচ পর সাদা পোশাকের ক্রিকেটে কোনো ম্যাচ ড্র করে বাংলাদেশ। সবশেষ ড্রটি আসে ২০২২ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। এর মাঝে ১৪টি টেস্টে হারের মুখ দেখে তারা। সব মিলিয়ে লঙ্কানদের মাটিতে তাদের বিপক্ষে ড্র করাকে ভালো ফল হিসেবেই দেখছেন শান্ত।

শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো স্মৃতি খুব বেশি নেই। তারপরও এ রকম একটা টেস্টে আমরা দাপট দেখিয়ে ড্র করতে পেরেছি, এটা ভালো। সব মিলিয়ে গত টেস্টটা আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি। আশা করি এই টেস্টেও সেটা পারব।

শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে আচমকাই ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে শান্তকে সরিয়ে দেয় বিসিবি। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানায়, সিরিজের শেষ টেস্টের পর সাদা পোশাকের দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন শান্ত। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বাঁহাতি এই ব্যাটার।

আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হতে থাক। এ নিয়ে কথা বলতে চাই না। একজন অধিনায়ক ও ব্যাটার হিসেবে আমি এখন টেস্ট ম্যাচটাই ভালোভাবে শেষ করতে চাই। আলোচনা আলোচনার জায়গায় থাক।

মন্তব্য করুন: