টি-টুয়েন্টি দল থেকে বাদ পড়লেন শান্ত
৪ জুলাই ২০২৫

নিজে থেকেই বছরের শুরুতে টি-টুয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার দল থেকেও বাদ পড়েছেন বাঁহাতি এই ব্যাটার। তাকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ।
শুক্রবার সন্ধ্যায় ঘোষণা করা ১৬ সদস্যের দলে প্রায় তিন বছর পর জায়গা পেয়েছেন নাঈম শেখ। এছাড়াও এক বছর পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেস-অলরাউন্ডার সবশেষ গত বছর মে মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলেছিলেন।
টি-টুয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে সবশেষ গত ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিলেন শান্ত। ব্যাট হাতে ১৯ বলে ২৭ রান করেছিলেন তিনি। এরপর পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের সিরিজে দলে থাকলেও কোনো ম্যাচেই সাবেক এই অধিনায়ক একাদশে ছিলেন না।
২০১৯ সালে টি-টুয়েন্টিতে অভিষেক হওয়া শান্ত ৫০ ম্যাচে ৪৮ ইনিংসে প্রায় ২৩ গড়ে ৯৮৭ রান করেছেন। স্ট্রাইক-রেট ১০৯ দশমিক ০৬। ফিফটি হাঁকিয়েছেন চারটি।
অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রায় দুই বছর পর লঙ্কানদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলে ফিরেছিলেন নাঈম। এবার ফিরলেন টি-টুয়েন্টি দলেও। এবারের বিপিএল শেষ করেছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান-সংগ্রাহক হিসেবে। খুলনা টাইগার্সের হয়ে ১৪ ইনিংসে ১৪৪ স্ট্রাইক-রেটে বাঁহাতি এই ব্যাটার ৫১১ রান করেছিলেন। তিনটি ফিফটির পাশাপাশি হাঁকান একটি শতকও।
এই ফরম্যাটে নাঈম সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ২০২২ সালের ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে।
চোট কাটিয়ে ওয়ানডে দলে ফেরা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ফিরেছেন টি-টুয়েন্টি দলেও। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে গত মে মাসে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে চোটে পেয়ে ছিটকে যাওয়া শরিফুল ইসলামও জায়গা পেয়েছেন দলে।
আগামী বৃহস্পতিবার পাল্লেকেলেতে শুরু হবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৬ জুলাই। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: