পিছিয়েই গেল ভারতের বাংলাদেশ সফর

পিছিয়েই গেল ভারতের বাংলাদেশ সফর

আগামী আগস্টে সাদা বলের সিরিজ খেলতে ভারতের বাংলাদেশ সফরে না আসা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল। শেষ পর্যন্ত সেটিই সত্য হয়েছে। ওয়ানডে টি-টুয়েন্টি সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার এক বিবৃতিতে সিরিজ পেছানোর বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই দলের আন্তর্জাতিক সূচি সুবিধাকে প্রাধান্য দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সফরের নতুন তারিখ সূচি পরবর্তীতে জানানো হবে।

কয়েকদিন আগে এই সিরিজ আয়োজন নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এর আগে গত এপ্রিলেই ভারতের সফরের প্রাথমিক সূচি প্রকাশ করেছিল বিসিবি। সেই অনুযায়ী, আগস্টের ১৭, ২০ ২৩ তারিখে তিনটি ওয়ানডে এবং ২৬, ২৯ ৩১ আগস্টে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ আয়োজনের কথা ছিল। ম্যাচগুলো হওয়ার কথা ছিল মিরপুর চট্টগ্রামে।

মন্তব্য করুন: