ইংল্যান্ডকে গুঁড়িয়ে সমতায় ফিরল ভারত
৬ জুলাই ২০২৫

ভারতের দেওয়া বিশাল লক্ষ্যে পৌছানো তো সম্ভব নয়, ইংল্যান্ডের চেষ্টা ছিল যদি কোনোভাবে টেস্টটা ড্রয়ের দিকে নেওয়া যায়। কিন্তু আকাশ দীপের পেস তোপে দিশেহারা হয়ে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি তারা। শুভমান গিলের কীর্তিময় টেস্টে স্বাগতিকদের ৩৩৭ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফিরেছে সফরকারীরা।
রোববার এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে শেষ দিন হাতে ৭ উইকেট নিয়ে খেলতে নামা ইংলিশরা অলআউট হয় ২৭১ রানে। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া আকাশ এবার নেন ৬ উইকেট।
৩ উইকেটে ৭২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করা ইংলিশদের সামনে শেষ দিন লক্ষ্য ছিল ৫৩৬ রান। বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা পর খেলা শুরু হলে আকাশের পেস তোপে পড়ে স্বাগতিকরা। দিনের চতুর্থ ওভারেই অলি পোপকে (২৪) তুলে নেন তিনি। ডানহাতি এই পেসার নিজের পরের ওভারে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন হ্যারি ব্রুককে (২৩)।
এরপর বেন স্টোকস ও জেইমি স্মিথের জুটিতে আর কোনো বিপদ না বাড়িয়ে মধ্যাহ্ন ভোজের বিরতির পথে ছিল ইংল্যান্ড। কিন্তু ৩৩ রান করা স্টোকসকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে তা আর হতে দেননি ওয়াশিংটন সুন্দর। ভাঙে ৭০ রানের জুটি।
সপ্তম উইকেটে ক্রিস ওকসকে নিয়ে দলকে বাঁচানোর চেষ্টা করেন স্মিথ। তুলে নেন ফিফটিও। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা ওকসকে (৭) তুলে নিলে সেই জুটি থেকে আসে ৪৬ রান। এরপর ৮৮ রান করা স্মিথকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করেন আকাশ। এরই সঙ্গে স্বাগতিকদের ড্রয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। শেষ ব্যাটার হিসেবে ব্রাইডন কার্সকে (৩৮) তুলে নিয়ে ভারতকে জয়োৎসবে মাতান আকাশ।
এর আগে গিলের ১৬১ রানের সুবাদে চতুর্থ দিন চা বিরতির পর ৬ উইকেটে ৪২৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে ১৮০ রানের এগিয়ে থাকায় স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬০৮ রানের।
টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত গিলের ২৬৯ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৫৮৭ রানের সংগ্রহ পায়। জবাবে ব্রুক ও স্মিথের দেড়শ ছোঁয়া দুটি ইনিংসের পরও ৪০৭ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। মোহাম্মদ সিরাজ নেন ৬ উইকেট।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: