টসে ‘ভুল সিদ্ধান্ত নেওয়ায়’ হেরেছে ইংল্যান্ড

টসে ‘ভুল সিদ্ধান্ত নেওয়ায়’ হেরেছে ইংল্যান্ড

শুভমান গিলের দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রানের পর ভারতীয় পেসারদের আগুন ঝরানো বোলিংয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে রীতিমত বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড। পুরো ম্যাচে প্রতিটি বিভাগেই স্বাগতিকরা প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিল জানিয়ে কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলে স্বীকার করেছেন, পিচ বিশ্লেষণ ও টসের সিদ্ধান্তে বড় ভুল করেছে তার দল।

রোববার এজবাস্টনে ম্যাচের শেষ দিন ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারায় ভারত। এই ভেন্যুতে এটি এশিয়ার কোনো দেশের প্রথম টেস্ট জয়।

টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। কিন্তু সেই সিদ্ধান্ত স্বাগতিকদের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়ায়। অধিনায়ক গিলের দুর্দান্ত ২৬৯ রানের ইনিংসের ওপর ভর করে ভারত তোলে ৫৮৭ রান। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে দাপট দেখায় সফরকারীরা। গিলের ১৬১ রানের সুবাদে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করে তারা।

উল্টো দিকে মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপের পেস তোপে দুই ইনিংসেই পড়ে চাপে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৮৪ রান তুলতে ৫ উইকেট হারানোর পর দ্বিতীয় ইনিংসে ৮৩ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। ব্যাটার ও বোলারদের ব্যর্থতায় ম্যাচের নিয়ন্ত্রণ কখনোই হাতে নিতে পারেনি স্টোকসের দল।

ম্যাচ শেষে বিবিসিকে ম্যাককালাম বলেন, “আমরা পাঁচ দিনই পিছিয়ে ছিলাম। ভারত দুর্দান্ত খেলেছে। বিশেষ করে শুবমান গিল অসাধারণ ব্যাট করেছে। পিচে যেভাবে বল আচরণ করেছে, তাতে আমরা আমাদের খেলা মেলে ধরতে পারিনি। ভারতের এই জয় একদমই প্রাপ্য।

খেলা যেভাবে এগিয়েছে তাতে করে টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল। সেখানে আমরা একটা সুযোগ হারিয়েছি। উইকেট যেভাবে আচরণ করেছে, আমরা সেটা আশা করিনি। আমরা এখানেও কিছুটা ভুল করেছিলাম। আপনি যখন টস জিতে বোলিং করবেন এটা কখনোই আশা করবেন না যে প্রতিপক্ষ ৫৮০ রান করবে। সেখানেই আমরা পিছিয়ে পড়ি।

এই ম্যাচে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেয় ভারত। তবে তার অভাব মোটেও টের পাওয়া যায়নি। ডানহাতি এই পেসারের জায়গায় খেলতে নামা আকাশের তোপে ভেঙে পড়ে ইংলিশ ব্যাটিং অর্ডার। পুরো ম্যাচে ১০ উইকেট নেওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট।

আকাশের বোলিংয়ের প্রশংসা করে ইংল্যান্ড কোচ বলেন, “আকাশ দীপ এই পিচে দারুণ বল করেছে। ওর লেংথ ছিল নিখুঁত, আর উইকেটের সহায়তাও নিতে পেরেছে। এক কথায় সে দুর্দান্ত ছিল।

আগামী বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। সেই ম্যাচে বুমরাহর খেলার বিষয়টি নিশ্চিত করেছেন ভারত অধিনায়ক গিল।

মন্তব্য করুন: