লারাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নিলেন না মুল্ডার

লারাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নিলেন না মুল্ডার

ব্রায়ান লারার ঐতিহাসিক ৪০০ রানের ইনিংসের ২১ বছর পর আবারও টেস্টে এই দৃশ্য দেখার সুযোগ এসেছিল ক্রিকেট বিশ্বে। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার কাছাকাছি গিয়েও দলের ইনিংস ঘোষণা করে দিয়েছেন ভিয়ান মুল্ডার। তবে এক ইনিংসেই একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।

সোমবার বুলাওয়েয়োতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ৩৬৭ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যান এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া মুল্ডার। কিন্তু বিরতির পর আর ব্যাটিংয়ে না নেমে ৫ উইকেটে ৬২৬ রানে দলের প্রথম ইনিংস ঘোষণা করে দেন তিনি। ফলে অক্ষতই থাকল লারার সর্বোচ্চ রানের রেকর্ডটি।

২০০৪ সালের এপ্রিলে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৪০০ রান করার কীর্তি গড়েন লারা। ৫৮২ বলে ৪৩ চার ও ৪ ছক্কায় ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা করেছিলেন তিনি।

তবে লারার রেকর্ড না ভাঙলেও অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিয়েছেন মুল্ডার। অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখন ডানহাতি এই ব্যাটারের। পেছনে ফেলেছেন ১৯৬৮ সালে ক্রাইস্টচার্চে ভারতের বিপক্ষে ২৩৯ রান করা নিউ জিল্যান্ড অধিনায়ক গ্রাহাম ডাউলিংকে।

দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড এখন মুল্ডারের। আগের রেকর্ডটি ছিল ৩১১ রানের। ২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে এই রানে অপরাজিত থাকেন হাশিম আমলা।

দক্ষিণ আফ্রিকার হয়ে এক ইনিংসে বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রান নেওয়ার মালিকও এখন মুল্ডার। চার ও ছক্কা থেকে মুল্ডার তোলেন ২২০ রান। ৩৩৪ বলের ইনিংসটি ৪৯ চার ও ৪ ছক্কায় সাজান ডানহাতি এই ব্যাটার। আগের রেকর্ডটি ছিল গ্রায়েম পলকের। ১৯৭০ সালে ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩ চারে ১৭২ রান নিয়েছিলেন তিনি।

সবচেয়ে কম বলে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর তালিকার দুই নম্বরে আছেন মুল্ডার। ২৯৭ বলে ৩৮ চার ও ৩ ছক্কায় তিনশ রান করেন তিনি। এই তালিকায় সবার ওপরে আছেন বীরেন্দ্র শেবাগ। ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।

তবে ৩২৪ বলে সাড়ে তিনশ রান করে সবচেয়ে কম বলে এই রান করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন মুল্ডার।

টেস্টে সর্বোচ্চ ইনিংস খেলার তালিকায় পাঁচ নম্বরে আছেন মুল্ডার। তার ওপরে আছেন যথাক্রমে মাহেলা জয়াবর্ধনে (৩৭৪), লারা (৩৭৫), ম্যাথিউ হেইডেন (৩৮০) ও লারা (৪০০*)।

মন্তব্য করুন: