তাসকিনকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

তাসকিনকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে তাসকিন আহমেদকে একাদশে ফিরিয়েছে বাংলাদেশ। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।

মঙ্গলবার পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে আগে বোলিং করবে মেহেদী হাসান মিরাজের দল।

ফিটনেসজনিত কারণে এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনি একাদশে আছেন।

কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জয়ের ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ডানহাতি এই পেসারের পরিবর্তে একাদশে এসেছিলেন হাসান। বল হাতে ৭ ওভারে ৪৩ রান দিয়েছিলেন তিনি।

তৃতীয় ম্যাচের বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহদেম, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

মন্তব্য করুন: