বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে থাকছেন না হাসারাঙ্গা

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে থাকছেন না হাসারাঙ্গা

বাংলাদেশের জন্য সুখবর। আসন্ন তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত বল করা ওয়ানিন্দু হাসরাঙ্গাকে পাবে না স্বাগতিক শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোটে দল থেকে ছিটকে গেছেন এই লেগ স্পিনার।

মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। তবে সে অবস্থাতেই দলের হয়ে ফিল্ডিং করেন তিনি। ৯৯ রানে জয়ের ম্যাচে বল হাতে শিকার করেন ২ উইকেট। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেন সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে। সিরিজটি ২-১ ব্যবধানে জেতে স্বাগতিকরা।

হাসারাঙ্গার বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট। গত সোমবার চারিত আসালাঙ্কাকে অধিনায়ক করে টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। এরপর আগামী রোববার ডাম্বুলায় দ্বিতীয় ও বুধবার কলম্বোয় তৃতীয় ম্যাচ হবে।

টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা দল:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মহীশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দো।

মন্তব্য করুন: