৩ বছর পর টি-টুয়েন্টি খেলতে নামছেন নাঈম শেখ

১০ জুলাই ২০২৫

৩ বছর পর টি-টুয়েন্টি খেলতে নামছেন নাঈম শেখ

প্রায় দুই বছর পর ওয়ানডে দলে জায়গা পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ পাননি নাঈম শেখ। এবার টি-টুয়েন্টি দলে সুযোগ পেয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে এই ফরম্যাটে মাঠে নামছেন বাঁহাতি এই ব্যাটার।

বৃহস্পতিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে নেই গত এক বছরে টি-টুয়েন্টিতে এখন পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ রান করা জাকের আলী অনিক। ডানহাতি এই ব্যাটার এ সময় ১১ ইনিংসে ২৫২ রান করেছেন।

এবারের বিপিএলে সর্বোচ্চ রান-সংগ্রাহক নাঈম জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০২২ সালের আগস্টে টি-টুয়েন্টি খেলেছিলেন। ২০২৪-২৫ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ১৪ ইনিংসে ৫১১ রান করেছিলেন তিনি।

অন্যদিকে এক বছর পর একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের হয়ে সবশেষ গত বছর মে মাসে খেলেছিলেন এই পেস অলরাউন্ডার। পেস আক্রমণে তার সঙ্গে আছেন তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব।

প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ।

মন্তব্য করুন: