৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় আয়ারল্যান্ডের ক্যাম্ফার
১০ জুলাই ২০২৫

ছেলেদের পেশাদার ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচ বলে পাঁচটি উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। আয়ারল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে এই রেকর্ড গড়েছেন তিনি।
বৃহস্পতিবার ইন্টার-প্রোভিনশিয়াল টি-টুয়েন্টি ট্রফির ম্যাচে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে ২ ওভার ৩ বলে ১৬ রানের খরচায় ৫ উইকেট শিকার করেন মুনস্টার রেডসের হয়ে খেলা ক্যাম্ফার।
ডানহাতি এই পেসারের দুর্দান্ত স্পেলে ১৮৯ রানের লক্ষ্য তাড়ায় ওয়ারিয়র্স ৮৭ রানে ৫ উইকেট থেকে আর ১ রান যোগ করতে ৮৮ রানে গুটিয়ে যায়।
ক্যাম্ফারের টানা পাঁচ উইকেট শিকারের শুরুটা হয় ১২তম ওভারের পঞ্চম বলে, ইনসুইংয়ে জ্যারেড উইলসনের অফ স্টাম্প উপড়ে দিয়ে। পরের বলে গ্রাহাম হিউমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি।
এরপর ১৪তম ওভারের প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যাম্ফার। পরের দুই বলে শেষ দুই ব্যাটারকে তুলে নিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়েন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
তবে পেশাদার ক্রিকেটে পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার প্রথম কীর্তিটি গড়েছিলেন জিম্বাবুয়ে নারী অলরাউন্ডার কেলিস এন্ডলোভু। ২০২৪ সালে ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ঈগলস উইমেনের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।
এর আগে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন ক্যাম্ফার, ২০২১ সালে আবু ধাবিতে নেদারল্যান্ডসের বিপক্ষে।
মন্তব্য করুন: