রুটের সেঞ্চুরির পর বুমরাহর ৫ উইকেট, ব্যাট হাতে লড়ছে ভারত

১২ জুলাই ২০২৫

রুটের সেঞ্চুরির পর বুমরাহর ৫ উইকেট, ব্যাট হাতে লড়ছে ভারত

দিনের প্রথম বলেই চার মেরে কাঙ্ক্ষিত শতক পূর্ণ করেছিলেন জো রুট। কিন্তু এরপরই যশপ্রীত বুমরাহর বোলিং তোপে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। জেইমি স্মিথ ও ব্রাইডন কার্সের জোড়া ফিফটিতে সেই চাপ কাটিয়ে ওঠে তারা। জবাবে লোকেশ রাহুলের অর্ধ-শতকে দ্বিতীয় দিনের খেলা শেষে ২৪২ রানে পিছিয়ে আছে ভারত।

শুক্রবার লর্ডসে ৪ উইকেটে ২৫১ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয়। এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। রাহুল ৫৩ ও রিশাভ পান্ত ১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

বুমরাহর করা দিনের প্রথম ওভারের প্রথম বলে গালি অঞ্চল দিয়ে চার মেরে ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি পূর্ণ করেন ৯৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা রুট। ভারতের বিপক্ষে এটি তার একাদশ শতক, আর লর্ডসে অষ্টম। নিজের পরের ওভারে দারুণ এক ইনসুইংয়ে বেন স্টোকসকে (৪৪) বোল্ড করে পঞ্চম উইকেটে ৯২ রানের জুটি ভেঙে দলকে স্বস্তি এনে দেন বুমরাহ।

১৯২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রুটপরের ওভারে জোড়া আঘাত হানেন ডানহাতি এই পেসার, যার শুরুটা করেন ১০৪ রান করা রুটকে বোল্ড করে। পরের বলেই ক্রিস ওকসকে কট বিহাইন্ড করান তিনি। এরপর ভারতীয় পেস তোপ সামলে অষ্টম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন স্মিথ ও কার্স।

ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি হাঁকানো স্মিথকে (৫১) তুলে নিয়ে ৮৪ রানের এই জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। এর আগেই যৌথভাবে সবচেয়ে কম ইনিংসে টেস্টে ১ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেন স্মিথ। এই কীর্তি গড়তে কুইন্টন ডি ককের সমান ২১ ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার।

৪ বছর পর টেস্ট খেলতে নামা জোফরা আর্চারকে (৪) বোল্ড করে ইনিংসে ১৫তম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করেন বুমরাহ। এরপর ৫৬ রান করা কার্সকে তুলে নিয়ে ইংলিশ ইনিংসের ইতি টানেন সিরাজ।

ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের দ্বিতীয় ওভারে এবং টেস্ট প্রত্যাবর্তনে নিজের প্রথম ওভারে যশস্বী জয়সোয়ালকে (১৩) সাজঘরের পথ দেখান আর্চার। করুণ নায়ারকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দিয়ে ৬১ রানের জুটি গড়েন রাহুল। স্টোকসের বলে প্রথম স্লিপে নায়ারের (৪০) দারুণ এক ক্যাচ নিয়ে ইতিহাসের পাতায় নাম তোলেন রুট। রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ফিল্ডার এখন এই ইংলিশ।

লম্বা সময় ক্রিজে টিকতে পারেননি সবশেষ দুই ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি হাঁকানো শুবমান গিল। ১৬ রান করা ভারতীয় অধিনায়ককে কট বিহাইন্ড করান ক্রিস ওকস। দিনের বাকিটা সময় বিপদ ছাড়া পার করেন রাহুল ও পান্ত। চতুর্থ উইকেটে তার এখন পর্যন্ত ৩৭ রান যোগ করেছেন।

মন্তব্য করুন: