দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সাদা বলের সিরিজে খেলবেন না কামিন্স

১২ জুলাই ২০২৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সাদা বলের সিরিজে খেলবেন না কামিন্স

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবেন না আগেই জানা গিয়েছিল। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেও বিশ্রামে থাকবেন প্যাট কামিন্স। বছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজে নিজেকে ফিট রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।

টেস্ট সিরিজ শেষে আগামী ২১ জুলাই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য ঘোষণা করা দল থেকে আগেই বিশ্রাম দেওয়া হয়েছিল কামিন্সসহ মিচেল স্টার্ক ও ট্র্যাভিস হেডকে। এবার বিশ্রাম পেয়েছেন আরেক পেসার জশ হ্যাজেলউডও। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন জ্যাভিয়ার বার্টলেট।

আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে খেলবেন হ্যাজেলউড। আর আসন্ন ঘরোয়া মৌসুমের জন্য নিজেকে পুরো ফিট রাখতে এই সিরিজে বিশ্রামে থাকবেন কামিন্স। তবে অক্টোবরে নিউ জিল্যান্ডের মাটিতে টি-টুয়েন্টিতে সিরিজ এবং ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলতে পারেন ডানহাতি এই পেসার। সম্ভাবনা আছে প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলারও।

জ্যামাইকায় ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামার আগে শুক্রবার সাংবাদিকদের কামিন্স বলেন, “আগামী কয়েক মাস আমি ভালো কিছু ট্রেইনিং সেশন করব। সম্ভবত বোলিং করব না তবে জিমে অনেক ঘাম ঝরাব।

শরীর নিয়ে আমি বেশ ভালো বোধ করছি। তবে গ্রীষ্ম শুরুর আগে কিছু জায়গা আছে যেগুলা ঠিক করা প্রয়োজন। তাই সাদা বলের ক্রিকেটে যা মনে হচ্ছে আমাদের নিউ জিল্যান্ড ও ভারতের বিপক্ষে কিছু ম্যাচ আছে। শিল্ডের সম্ভাব্য ম্যাচও আছে এরপর ঘরোয়া গ্রীষ্ম শুরু হবে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে শিরোপা জেতানোর পর থেকে এই ফরম্যাটে দলকে কেবল দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কামিন্স। গোড়ালির সমস্যার কারণে খেলতে পারেননি গত ফেব্রুয়ারি-মার্চে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও।

মন্তব্য করুন: