৩ পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচাতে নামছে বাংলাদেশ

১৩ জুলাই ২০২৫

৩ পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচাতে নামছে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাঁচানোর লক্ষ্যে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে এসেছেন জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

রোববার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। প্রায় তিন বছর পর টি-টুয়েন্টি খেলতে নামা নাঈম শেখ এক ম্যাচ খেলেই বাদ পড়লেন। সেই ম্যাচে ২৯ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটার। এছাড়াও একাদশে জায়গা হয়নি দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের।

চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি জাকের। অন্যদিকে গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে টি-টুয়েন্টিতে সবশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন মুস্তাফিজ। একই মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে চোট পেয়ে মাঠ ছাড়ার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন শরিফুল।

মুস্তাফিজ-শরিফুলের সঙ্গে এই ম্যাচে পেস আক্রমণে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন: