লিটন-শামীমের ব্যাটে শ্রীলঙ্কার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

১৩ জুলাই ২০২৫

লিটন-শামীমের ব্যাটে শ্রীলঙ্কার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে দারুণ চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে তাওহিদ হৃদয়কে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার পর শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে আগ্রসী ব্যাটিংয়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছেন লিটন দাস। সিরিজে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা।

রোববার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ পাঁচ ওভারে দলের খাতায় যোগ হয় ৬২ রান।

১৩ ইনিংস পর টি-টুয়েন্টিতে ফিফটির দেখা পাওয়া লিটন ফেরেন ৭৬ রান করে। বাংলাদেশ অধিনায়ক তার ৫০ বলের ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ১ চারে। ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রান করেন শামীম।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রানের খাতা খোলার আগে নুয়ান থুসারার বলে বোল্ড হন পারভেজ হোসেন ইমন। পরের ওভারের শেষ বলে কুশল পেরেরার দুর্দান্ত ক্যাচে সাজঘরের পথ দেখেন তানজিদ হাসান তামিম (৫)।

৭ রানের ভেতর দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া দলের হাল ধরতে হৃদয়কে নিয়ে জুটি বাঁধেন লিটন। প্রথম ছয় ওভারে ২ ছক্কা ও ১ চারে দলের খাতা যোগ হয় ৩৯ রান।

পাওয়ারপ্লে শেষে কিছুটা দ্রুত রান তোলায় মনোযোগ দেন লিটন-হৃদয়। তবে ১২তম ওভারে জোড়া আঘাত হেনে সফরকারীদের আবারও চাপে ফেলেন বিনুরা ফার্নন্দো। ওভারের প্রথম বলে ২৫ বলে ৩১ রান করা হৃদয়কে তুলে নিয়ে ভাঙেন ৬৯ রানের জুটিটি। চতুর্থ বলে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন মেহেদী হাসান মিরাজ (১)।

এরপর লিটন-শামীমের আগ্রাসী ব্যাটিংয়ে রানের গতি বাড়ে বাংলাদেশের। ৩৯তম বলে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নেন লিটন। এক বছর পর এই ফরম্যাটে পঞ্চাশ ছোঁয়া ইনিংসের দেখা পেলেন ডানহাতি এই ব্যাটার। সবশেষ ফিফটি আসে ২০২৪ সালের জুনে, আফগানিস্তানের বিপক্ষে।

ব্যক্তিগত ৫৬ রানে মহীশ তিকশানার কাছে জীবন পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন লিটন। অপর প্রান্তে বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন শামীমও। ১৯তম ওভারের প্রথম বলে লিটনকে ফিরিয়ে ৩৯ বলে ৭৭ রানের জুটি ভাঙেন তিকশানা। শেষ ওভারে পরপর দুই বলে রানআউট হন জাকের আলী (৩) ও ফিফটির পথে থাকা শামীম।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: