শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস টেস্ট
১৪ জুলাই ২০২৫

ইংল্যান্ডকে দুইশ রানের আগে গুটিয়ে দিয়ে ভালো অবস্থানেই ছিল ভারত। কিন্তু দিনের শেষ বেলায় স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তিতে নেই তারাও। এতেই রোমাঞ্চের অপেক্ষায় দাঁড়িয়ে আছে সিরিজের তৃতীয় টেস্ট। শেষ দিন জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ১৩৫ রান, আর বেন স্টোকসের দরকার ৬ উইকেট।
রোববার লর্ডসে চতুর্থ দিন উইকেটের পতন হয়েছে ১৪টি। চা বিরতির পর ১৯২ রানে অলআউট হয় ইংল্যান্ড। ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ৩৮ রানে শেষ ৬ উইকেট হারায় তারা।
প্রথম ইনিংসে দু’দলের সংগ্রহ সমান হওয়ায় ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৩ রানের। জবাবে ৪ উইকেটে ৫৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে তারা। ৩৩ রান নিয়ে ক্রিজে আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল।
২ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দিনের পঞ্চম ওভারে বেন ডাকেটকে (১২) ফিরিয়ে ২২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। অলি পোপকেও এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি এই পেসার। খানিকবাদে জ্যাক ক্রলিকে (২২) তুলে নিয়ে স্বাগতিকদের চাপ আরও বাড়িয়ে দেন নিতিশ কুমার রেড্ডি।
পাল্টা আক্রমণে দলকে চাপ মুক্ত করার চেষ্টা হ্যারি ব্রুক (২৩) আকাশ দীপের বলে বোল্ড হলে ৮৭ রানে চতুর্থ উইকেট হারায় ইংলিশরা। এরপর জো রুট ও বেন স্টোকসের প্রতিরোধে বিপর্যয় সামাল দেয় তারা। একটা সময় মনে হচ্ছিল আর কোনো উইকেট না হারিয়ে চা বিরতিতেও যাবে দলটি। কিন্তু তখনই দৃশ্যপটে হাজির হন সুন্দর। তার অফ-স্পিনে বিরতির আগেই বোল্ড হয়ে সাজঘরের পথ দেখেন রুট (৪০) ও জেইমি স্মিথ (৮)।
বিরতির পর স্টোকসকেও (৩৩) বোল্ড করেন সুন্দর। এরপর তাকে সঙ্গে নিয়ে স্বাগতিকদের লেজ ছেঁটে ফেলেন যশপ্রীত বুমরাহ। সুন্দরের শিকার ৪ উইকেট, দুটি করে উইকেট বুমরাহ-সিরাজের।
লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সোয়ালকে তুলে নেন জোফরা আর্চার। এরপর ব্যক্তিগত ৫ রানে জীবন পান রাহুল। ডানহাতি এই ব্যাটারের ফিরতি ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন ক্রিস ওকস। জীবন পেয়ে করুণ নায়ারকে নিয়ে আরও সতর্ক হয়ে খেলতে থাকেন রাহুল। আর কোনো উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করার পথেও ছিলেন তারা। কিন্তু বল হাতে নিয়ে সব উলটপালট করে দেন ব্রাইডন কার্স।
নিজের দ্বিতীয় ওভারে ডানহাতি এই পেসার এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন নায়ারকে (১৪)। পরের ওভারে ইনফর্ম শুভমান গিলকেও (৬) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে স্বাগতিকদের উল্লাসে মাতান কার্স। দিনের শেষ ওভারের চতুর্থ বলে নাইটওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপের (১) অফ স্টাম্প উপড়ে দিয়ে শেষ দিনের জন্য রোমাঞ্চ তুলে রেখেছেন স্টোকস।
মন্তব্য করুন: