উন্মত্ত উদযাপনের জন্য শাস্তি পেলেন সিরাজ

১৪ জুলাই ২০২৫

উন্মত্ত উদযাপনের জন্য শাস্তি পেলেন সিরাজ

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টে বেন ডাকেটকে আউট করার পর আগ্রাসী উদযাপন করায় শাস্তি পেয়েছেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় এই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট, যা গত ২৪ মাসে তার দ্বিতীয়।

রোববার ম্যাচের চতুর্থ দিনে সকালে সিরাজের শর্ট বল পুল করে মিড-অন অঞ্চলে ধরা পড়েন ডাকেট। আউটের পর সিরাজের উদযাপন ছিল বেশ উন্মত্ত। এ সময় জোরে চিৎকার করার পাশাপাশি ডাকেটের দিকে তাকিয়ে কিছু বলেন তিনি। দুজনের শরীরের মাঝে হালকা ধাক্কাও লাগে।

সোমবার এক বিবৃতিতে আইসিসির তরফ থেকে জানানো হয়, আউটের পর সিরাজ খুব কাছ থেকে উদযাপন করেন এবং হাঁটা শুরু করা ব্যাটারের সঙ্গে শারীরিক সংস্পর্শে আসেন। ফলে আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা ভঙ্গ করেছেন তিনি।

এর আগে তৃতীয় দিনের শেষ বেলায় ইংলিশ ওপেনার জ্যাক ক্রলির সময়ক্ষেপণের অভিযোগে ভারতীয় দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সেই পটভূমিতেই ডাকেটের আউটের পর সিরাজের আচরণ ছিল একটু বেশিই আগ্রাসী।

বর্তমানে সিরাজের দুটি ডিমেরিট পয়েন্ট হয়ে গেছে। ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে তা সাসপেনশন পয়েন্টে রূপ নেয়। ফলে এক বা একাধিক ম্যাচ ক্রিকেটাররা নিষেধাজ্ঞা পেয়ে থাকেন।

মন্তব্য করুন: