দক্ষিণ আফ্রিকাকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতিয়ে মাসসেরা মারক্রাম

১৪ জুলাই ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতিয়ে মাসসেরা মারক্রাম

দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছিলেন এইডেন মারক্রাম। সেই এক ম্যাচের পারফরম্যান্সেই জুন মাসের আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ব্যাটার।

সোমবার গত মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মাসসেরার খেতাব জিততে মারক্রাম পেছনে ফেলেন সতীর্থ কাগিসো রাবাদা শ্রীলঙ্কার পাতুম নিসাঙ্কাকে।

মাসসেরার পুরস্কার জিতে মারক্রাম বলেন, “এই পুরস্কার জেতাটা গর্বের। দলকে দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাতে অবদান রাখতে পারাটা আমার জন্য অনেক মানে রাখে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মাসে লর্ডসে অনুষ্ঠিত ফাইনালের প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ দেখেন মারক্রাম। কিন্তু দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ২৮২ রানের লক্ষ্য তাড়ায় দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। তৃতীয় উইকেটে অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে ১৪৭ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। ২০৭ বলে খেলেন ১৩৬ রানের ম্যাচ জেতানো ইনিংস। এছাড়া বল হাতে শিকার করেন উইকেট। মারক্রামের ফাইনাল সেরা ইনিংসের সুবাদে উইকেটের জয় পায় প্রোটিয়ারা।

এই জয়ে ২৭ বছর পর আইসিসির শিরোপা জয়ের স্বাদ পায় দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি (বর্তমানে চ্যাম্পিয়নস ট্রফি) জিতেছিল দেশটি।

অন্যদিকে মেয়েদের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন হেইলি ম্যাথিউস। এবার নিয়ে দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে চতুর্থবার মাস সেরার পুরস্কার জিতলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। আরেকজন হলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার।

মন্তব্য করুন: