স্টার্কের রেকর্ড, উইন্ডিজকে ২৭ রানে গুটিয়ে অস্ট্রেলিয়ার জয়

১৫ জুলাই ২০২৫

স্টার্কের রেকর্ড, উইন্ডিজকে ২৭ রানে গুটিয়ে অস্ট্রেলিয়ার জয়

শততম টেস্টে মিচেল স্টার্ক ড়লেন ইতিহাস টেস্ট ইতিহাসে দ্রুততম উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন কেবল ১৫ বলে। সঙ্গে স্কট বোল্যান্ডের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজকে চতুর্থ ইনিংসে মাত্র ২৭ রানে গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া

সোমবার জ্যামাইকার কিংস্টনে দিবা-রাত্রির তৃতীয় টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় সেশনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৬ রানে হারিয়ে - ব্যবধানে সিরিজ জিতেছে সফরকারীরা। ক্যারিবিয়ানদের ইনিংসের স্থায়িত্ব ছিল ১৪ ওভার ৩ বল।

১৫ বলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-অর্ডার গুঁড়িয়ে দেন স্টার্ক। এরপর বোল্যান্ড হয়ে যান অস্ট্রেলিয়ার  হ্যাট্রিক করা দশম টেস্ট বোলার। স্টার্ক ফিরে এসে নিজের ষষ্ঠ উইকেট নিয়ে ২৭ রানে গুটিয়ে দেন ইনিংস

এটি টেস্টের কোনো ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ড ২৬ রানে অলআউট হয়েছিল

১৯ বলের পাঁচ উইকেট নেওয়া রেকর্ড ছিল তিনজনের তারা হলেন - অস্ট্রেলিয়ার আর্নি টোশ্যাক (১৯৪৭), ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (২০১৫) বোল্যান্ড (২০২১) স্টার্ক তা ভেঙেছেন চার বল আগেই।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধসের শুরু হয় দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই জন ক্যাম্পবেলকে উইকেটকিপার জশ ইংলিসের ক্যাচে পরিণত করেন স্টার্ক। এরপর পঞ্চম বলে অভিষিক্ত কেভলন অ্যান্ডারসনকে করেন এলবিডাব্লিউ পরের বলে ব্র্যান্ডন কিং হন বোল্ড। তখনও স্কোরবোর্ডে কোনো রান ওঠেনি!

পঞ্চম ওভারে মিকাইল লুইসকে এলবিডাব্লিউ করে ম্যাচ সিরিজসেরা স্টার্ক ছুঁয়ে ফেলেন ৪০০ টেস্ট উইকেট অস্ট্রেলিয়ানদের মধ্যে এমন কীর্তি আছে কেবল শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ন্যাথান লায়নের। দুই বল পর শাই হোপকেও এলবিডব্লিউ করেন স্টার্ক। পরের ওভারে জস হ্যাজেলউড রোস্টন চেইসকে কট বিহাইন্ড করলে স্বাগতিকদের স্কোর পরিণত হয় ১১-

চা বিরতিতে যাওয়ার সময় স্বাগতিকদের স্কোর ছিল ২২-৬। জয় পেতে তখন দরকার ১৮২ রান আর ইতিহাসের সবচেয়ে লজ্জার রেকর্ড থেকে বাঁচতে রান বোল্যান্ড হ্যাটট্রিকে যখন জাস্টিন গ্রিভস, শামার জোসেফ জোমেল ওয়ারিকানকে ফেরান স্কোর তখন উইকেটে ২৬, নিউজিল্যান্ডের রেকর্ডের সমান।

শেষ পর্যন্ত আরেকটি রান নিয়ে চরম বিব্রতকর রেকর্ড গড়া থেকে বাঁচে ওয়েস্ট ইন্ডিজ স্টার্ক ফিরে জেইডেন সিলসকে বোল্ড করে ইনিংস গুটিয়ে দেনইনিংসে বাঁহাতি এই পেসারের বোলিং ফিগার রানে উইকেট!

এর আগে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ১২১ রানে, যা গত ৩০ বছরে উইন্ডিজের বিপক্ষে তাদের সর্বনিম্ন সংগ্রহ। আলজারি জোসেফের ২৭ রান দিয়ে উইকেট শামার জোসেফ ৩৪ রান দিয়ে উইকেট নেন সামনে ২০৪ রানের লক্ষ্যটা কঠিনই ছিল তবে তখনও ভাবা যায়নি কী অপেক্ষা করছিল সামনে

মন্তব্য করুন: