লর্ডস টেস্ট জয়ের পর পয়েন্ট হারাল ইংল্যান্ডের
১৬ জুলাই ২০২৫

ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে মন্থর ওভার-রেটের কারণে ২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। ফলে পয়েন্ট তালিকায় এক ধাপ নিচে নেমে গেছে তারা। একই সঙ্গে দলটির ক্রিকেটারদের আর্থিক জরিমানাও করা হয়েছে।
বুধবার এক বিবৃতিতে আইসিসি জানায়, ম্যাচে নির্ধারিত সময়ে দুই ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। তাই নিয়ম অনুযায়ী, বেন স্টোকসের দলের দুই পয়েন্ট কাটা হয়েছে। একই সঙ্গে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে কেটে নেওয়া হয়। তাই পয়েন্ট হারানোর পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
ইংলিশ অধিনায়ক স্টোকস দায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
গত সোমবার লর্ডসে শেষ হওয়া সিরিজের তৃতীয় টেস্টের রোমাঞ্চকর শেষ দিনে ভারতকে ২২ রানে হারায় ইংল্যান্ড। ম্যাচ শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ছিল তারা। পয়েন্ট কেটে নেওয়ায় বর্তমানে ৬১ দশমিক ১১ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে রুট-স্টোকসরা।
ইংল্যান্ড এক ধাপ নেমে যাওয়ায় ৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে শতভাগ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।
টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে মন্থর ওভার-রেট নিয়ে বেশ ভুগতে হয়েছিল ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে চার ম্যাচে মোট ১৯ এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ৩ পয়েন্ট কাটা যায়।
আগামী ২৩ জুন ম্যানচেস্টারে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।
মন্তব্য করুন: