সেঞ্চুরি হাঁকিয়ে আবার শীর্ষে রুট

১৬ জুলাই ২০২৫

সেঞ্চুরি হাঁকিয়ে আবার শীর্ষে রুট

গত সপ্তাহেই সতীর্থ হ্যারি ব্রুকের কাছে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন। এবার ভারতের বিপক্ষে শেষ হওয়া লর্ডস টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও শীর্ষে ফিরেছেন জো রুট।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। গত সোমবার লর্ডসে শেষ হওয়া সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৪ ও দ্বিতীয় ইনিংসে ৪০ রান করেন রুট।

সেই ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ১১ ও ২৩ রান করে তিন নম্বরে নেমে গেছেন ব্রুক। ডানহাতি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৬২। অন্যদিকে ৮৬৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন, যিনি গত ডিসেম্বরে সবশেষ টেস্ট খেলেছেন।

ভারতের অধিনায়ক শুভমান গিল লর্ডস টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় ছয় নম্বর থেকে নেমে গেছেন নয় নম্বরে। প্রথম ইনিংসে ৭৪ রান করেও এক ধাপ পিছিয়েছেন রিশাভ পান্ত। ভারতের এই উইকেটকিপার-ব্যাটার আছেন আট নম্বরে।

তবে ম্যাচে ভারতের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। দুই ইনিংসে ফিফটি করে জাদেজা উঠে এসেছেন ৩৪ নম্বরে। অন্যদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রাহুল আছেন ৩৫ নম্বরে।

দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৩ রান করা যশস্বী জয়সওয়ালকে পেছনে ফেলে চার নম্বরে উঠে এসেছেন স্টিভেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ৪৮ রান করেন অস্ট্রেলিয়ার এই ব্যাটিং তারকা।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরাহ। লর্ডসে প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন ভারতের এই ডানহাতি পেসার।

অন্যদিকে, ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টেস্টে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি হ্যাটট্রিক করে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে আছেন স্কট বোল্যান্ড। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা ৯ রানে ৬ উইকেট নিয়ে ১০ নম্বরেই আছেন মিচেল স্টার্ক।

অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন জাদেজা, রেটিং পয়েন্ট ৪০৯। দ্বিতীয় স্থানে থাকা মেহেদী হাসান মিরাজের রেটিং পয়েন্ট ৩০৫।

মন্তব্য করুন: