অস্ট্রেলিয়া দলে অভিষেক হচ্ছে ওয়েনের

২০ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়া দলে অভিষেক হচ্ছে ওয়েনের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ে আলোড়ন তোলা মিচেল ওয়েনের। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পেয়েছেন ডানহাতি এই ব্যাটার।

বাংলাদেশ সময় সোমবার সকালে জ্যামাইকায় শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। এর আগের দিনই ম্যাচের একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া।

বিগ ব্যাশের সবশেষ আসরে দুটি ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসেন ওয়েন। হোবার্ট হারিকেন্সকে শিরোপা জেতাতে ২০৩ দশমিক ৬০ স্ট্রাইক-রেটে ৪৫২ রান করে হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান-সংগ্রাহক। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবারই প্রথম অস্ট্রেলিয়া দলে ডাক পান ২৩ বছর বয়সী এই ব্যাটার।

স্বীকৃত টি-টুয়েন্টিতে এখন পর্যন্ত ৪৮টি ম্যাচে ১৮৬ দশমিক ৪০ স্ট্রাইক-রেটে ৯৬০ রান করেছেন তিনি।  

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ওপেনার ম্যাথিউ শর্ট। অনুশীলনের সময় সাইড স্ট্রেইনে চোট পেয়েছেন তিনি। তবে চোট গুরুতর না হলেও এই সিরিজে তার খেলার সম্ভাবনা নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

শর্টের বদলে একাদশে জায়গা পেয়েছেন পেসার স্পেন্সার জনসনের বদলি হিসেবে দলে আসা জেইক ফ্রেজার-ম্যাগার্ক। অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধবেন ডানহাতি এই ব্যাটার।

এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশড করে অস্ট্রেলিয়া।

প্রথম টি-টুয়েন্টির অস্ট্রেলিয়া একাদশ:

মিচেল মার্শ (অধিনায়ক), জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, জশ ইংলিস, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, কুপার কনোলি, বেন ডোয়ার্শিস, শন অ্যাবট, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add